Thursday, August 28, 2025

সংসদের বাজেট অধিবেশন: বাংলার ন্যায্য পাওনার দাবিতে সুর চড়াবে তৃণমূল

Date:

সংসদের গত শীতকালীন অধিবেশনের মত আসন্ন বাজেট অধিবেশনেও বাংলার মানুষের নিত্যদিনের ইস্যু নিয়েই সরব হবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বৃহস্পতিবার দলীয় সূত্রে জানানো হয়েছে একথা৷

শীতকালীন অধিবেশনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বাংলার ন্যায্য পাওনা বিপুল পরিমাণ বকেয়া টাকার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হতে হবে দলের সাংসদদের৷ এর পাশাপাশি সারের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, বেকারত্বর মত জ্বলন্ত ইস্যু নিয়েও সরব হতে হবে তাঁর দলের সাংসদদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর নির্দেশ মেনেই সেই ভাবে সংসদের উভয় কক্ষে মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার বকেয়া টাকার দাবিতে সুর চড়িয়ে ছিলেন তৃণমূল সাংসদরা৷ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বেও তৃণমূল সাংসদরা একইরকমভাবে সুর চড়াবেন। বাংলার মানুষের ন্যায্য দাবিকেই প্রাধান্য দেওয়া হবে৷

এদিকে, সংসদের বাজেট অধিবেশনের আগে বৃহস্পতিবার দিল্লিতে সর্বদল বৈঠক ডেকেছে সরকার৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগ দেবেন দলের দুই সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ান৷ জানা গিয়েছে, সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুই সংসদীয় নেতা সাফ দাবি জানাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদ পরিচালনা করা হোক৷ মোদি সরকারের কার্যকালে যেভাবে বিরোধীদের কন্ঠরোধ করে একের পর এক বিল পাস করে নেওয়া হয়, সেই প্রবণতা বন্ধ করতে হবে। এবারের অধিবেশনেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে পারেন৷ কয়েকটি কমন অ্যাজেন্ডা ছাড়া কোনও মতেই কংগ্রেসের সুরে সুর মেলানো হবে না, বুধবার সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে আয়োজিত বিরোধী বৈঠকে যোগদানের প্রশ্নেও দল ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু! ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন পাঠাচ্ছে না যোগী সরকার? প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version