Sunday, November 2, 2025

১) বৃহস্পতিবার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। রঞ্জির মরশুম শুরুর আগেই ঋদ্ধিমান জানিয়েছিলেন এটাই ক্রিকেট কেরিয়ারে শেষ মরশুম তাঁর । আর সেই মত এটাই শেষ ম্যাচ তাঁর। আর তাই ইডেন গার্ডেন্সে জীবনের শেষ ম্যাচে নামার আগে বাংলার পাপালিকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা সিএবি।

২) দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে।

৩) বিরাট কোহলির এক বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে রেকর্ড গড়েন স্মিথ। যার সুবাদে বিরাটকে টপকালেন অজি ক্রিকেটার। অ্যাওয়ে ম্যাচে সেঞ্চুরির নিরিখে কোহলি এতদিন সবার উপরে ছিলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিলেন স্মিথ।

৪) নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন বিরাট । জানা গিয়েছে , সেই বিরাটই নাকি এদিন চিলি পনির খেয়েছেন মধ্যাহ্নভোজে। সূত্রের খবর, বিরাট নাকি নিজেই ক্যান্টিনের রাঁধুনির কাছে চিলি পনির খেতে চেয়েছিলেন। সেই মত এদিন মধ্যাহ্নভোজে চিলি পনির খান বিরাট। চিলি চিকেন ছেড়ে চিলি পনির খান বিরাট।

৫) রঞ্জিট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯। পাঞ্জাবকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয় বাংলা। পাঞ্জাবের হয়ে শতরান আনমোল । ১০৬ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ টি করে উইকেট সুমিত মোহান্ত এবং সুরজ সিন্ধু জসওয়ালের।

আরও পড়ুন- রঞ্জিতে খেলতে নেমে নজির প্রাক্তন কেকেআর ক্রিকেটারের

 

 

 

 

 

Related articles

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...

বাংলাকে কালি মাথাতে গিয়ে পোল খুলল বেহাল আমেদাবাদের: ডিলিট BJP-র পোস্ট!

অপপ্রচারের রাজনীতি বিজেপির স্বতঃসিদ্ধ। একাধিক ঘটনায় এই অপপ্রচার করতে গিয়ে দলের মুখ পুড়িয়েছে বিজেপির আইটি সেল (IT cell)।...
Exit mobile version