Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) বৃহস্পতিবার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। রঞ্জির মরশুম শুরুর আগেই ঋদ্ধিমান জানিয়েছিলেন এটাই ক্রিকেট কেরিয়ারে শেষ মরশুম তাঁর । আর সেই মত এটাই শেষ ম্যাচ তাঁর। আর তাই ইডেন গার্ডেন্সে জীবনের শেষ ম্যাচে নামার আগে বাংলার পাপালিকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা সিএবি।

২) দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে।

৩) বিরাট কোহলির এক বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে রেকর্ড গড়েন স্মিথ। যার সুবাদে বিরাটকে টপকালেন অজি ক্রিকেটার। অ্যাওয়ে ম্যাচে সেঞ্চুরির নিরিখে কোহলি এতদিন সবার উপরে ছিলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিলেন স্মিথ।

৪) নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন বিরাট । জানা গিয়েছে , সেই বিরাটই নাকি এদিন চিলি পনির খেয়েছেন মধ্যাহ্নভোজে। সূত্রের খবর, বিরাট নাকি নিজেই ক্যান্টিনের রাঁধুনির কাছে চিলি পনির খেতে চেয়েছিলেন। সেই মত এদিন মধ্যাহ্নভোজে চিলি পনির খান বিরাট। চিলি চিকেন ছেড়ে চিলি পনির খান বিরাট।

৫) রঞ্জিট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯। পাঞ্জাবকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয় বাংলা। পাঞ্জাবের হয়ে শতরান আনমোল । ১০৬ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ টি করে উইকেট সুমিত মোহান্ত এবং সুরজ সিন্ধু জসওয়ালের।

আরও পড়ুন- রঞ্জিতে খেলতে নেমে নজির প্রাক্তন কেকেআর ক্রিকেটারের

—

 

—

 

—