Monday, November 3, 2025

মেলা থেকে সোজা মায়ানগরী, বলিউডে ডেবিউ মহাকুম্ভের ভাইরাল কন্যা মোনালিসার! 

Date:

কবিগুরুর কৃষ্ণকলির হরিণীর মতো চোখের সঙ্গে মহাকুম্ভের মোনালিসার (Monalisa Bhonsle) দৃষ্টির মিল পেয়েছিলেন অনেকেই। কিন্তু তার জেরে ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী। গ্রামের অন্যদের সঙ্গে মেলায় মালা বিক্রি করতে গিয়েছিলেন, কিন্তু মহাকুম্ভ বদলে দিল মোনালিসা ভোঁসলের জীবন। ডাক এসেছে বলিউড থেকে। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’(The Diary of Manipur) , পরিচালক সনোজ মিশ্র। অর্থাৎ এবার মহাকুম্ভ থেকে ডানা মেলে সোজা মায়ানগরীতে ‘ভাইরাল’ মোনালিসা।

সমাজমাধ্যম (Social media) অতি বিষম বস্তু, কখন যে কী থেকে কী হয়ে যায় আগে থেকেই কেউ টের পায় না। প্রত্যেকদিন কোনও না কোনও কনটেন্ট কারণ ছাড়াই ভাইরাল হয়, আবার হাজার চেষ্টা করেও নিউজফিডের শিরোনামে থাকতে পারেন না অনেকে। কিন্তু মোনালিসার গল্পটা একটু আলাদা। দীর্ঘদিন ধরেই নর্মদার তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করেন তিনি। তবে এবারের মহাকুম্ভের মেলায় এ বার প্রয়াগরাজে পুতির মালার পসরা সাজায় কিশোরী, যা বেশ কয়েকজন ভ্লগারের নজরে আসে। ফোকাস পয়েন্ট হয়ে দাঁড়ায় তাঁর চোখ। শুরু হয় ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাঁকে সরিয়ে নিয়ে যান পরিজনেরা। ফলে যথারীতি কুম্ভমেলার ভাইরাল-কন্যার ব্যবসা লাটে ওঠে। কিন্তু এসবের মাঝেই শোনা যায় সিনেমায় ডাক পেয়েছেন ষোড়শী। প্রাথমিকভাবে তাঁর বিপরীতে আল্লু আর্জুনের মতো অভিনেতার নাম এলেও, এখন খবর বলিউডেই নিজের সিনে ক্যারিয়ার শুরু করতে চলেছেন মোনালিসা। মধ্যপ্রদেশের তাঁর গ্রামের বাড়িতে বলিউড পরিচালকের সঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন সনোজ। তবে মোনালিসা বা তাঁর পরিবার এই নিয়ে একটি শব্দও খরচ করতে রাজি নন।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version