Friday, November 7, 2025

বিরাটের জন্যই নাকি ব্রিসবেন টেস্টে ছন্দপতন হয় আকাশ দীপের, বললেন অশ্বিন

Date:

বিরাট কোহলির জন্য ব্রিসবেন টেস্টে নাকি ছন্দ হারিয়েছিলেন আকাশ দীপ। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার আকাশ দীপ। কিন্তু ব্রিসবেনে ভাল বল করলেও প্রথম স্পেলে উইকেট পাননি তিনি। অশ্বিনের মতে বিরাটের পরামর্শ মানতে গিয়েই ছন্দ হারিয়েছিলেন আকাশ। ব্রিসবেনে প্রথম একাদশের বাইরে ছিলেন অশ্বিন। সেই টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন, “ আকাশ নতুন বলে খুব ভাল বল করছিল। স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশানেকে সমস্যায় ফেলছিল। কিন্তু ওর স্পেলের মাঝে হঠাৎ কোহলি ওকে গিয়ে বলল, সোজা ব্যাটারের গায়ে বল করতে। আমরা সাজঘরে বসেই সেটা শুনতে পেয়েছিলাম। তার পরেই ওর ছন্দ খারাপ হয়ে গেল। “ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ তার আগে আকাশ অফস্টাম্পের বাইরে বল করছিল। কিন্তু হঠাৎ দেখলাম, ক্রমাগত ব্যাটারদের গায়ে বল করতে শুরু করল আকাশ। কোহলির হয়তো মনে হয়েছিল, ওর সমস্যা হয় বলে বাকিদেরও ওই বলে সমস্যা হবে। কিন্তু সকলের খেলার ধরন তো এক নয়। স্মিথ ও লাবুশানে ক্রমাগত ওর বল লেগ সাইডে খেলতে শুরু করল। ফলে রান হল। তাতে ওর ছন্দ নষ্ট হয়ে গেল।“

অশ্বিনের মতে বোলারদের কখনও এই ধরনের পরামর্শ দেওয়া উচিত নয়। এই ন ইয়ে অশ্বিন বলেন, “একজন বোলার শুরু থেকে একটা লেংথ ধরে বল করে। তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তাই হঠাৎ করে তার লেংথ বা লাইন বদল করার প্রয়োজন নেই। অনেক অধিনায়ক সেটা করার চেষ্টা করে। তাতে কোনও লাভ হয় না।“

আরও পড়ুন- সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version