Tuesday, November 4, 2025

বিরাটের জন্যই নাকি ব্রিসবেন টেস্টে ছন্দপতন হয় আকাশ দীপের, বললেন অশ্বিন

Date:

বিরাট কোহলির জন্য ব্রিসবেন টেস্টে নাকি ছন্দ হারিয়েছিলেন আকাশ দীপ। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার আকাশ দীপ। কিন্তু ব্রিসবেনে ভাল বল করলেও প্রথম স্পেলে উইকেট পাননি তিনি। অশ্বিনের মতে বিরাটের পরামর্শ মানতে গিয়েই ছন্দ হারিয়েছিলেন আকাশ। ব্রিসবেনে প্রথম একাদশের বাইরে ছিলেন অশ্বিন। সেই টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন, “ আকাশ নতুন বলে খুব ভাল বল করছিল। স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশানেকে সমস্যায় ফেলছিল। কিন্তু ওর স্পেলের মাঝে হঠাৎ কোহলি ওকে গিয়ে বলল, সোজা ব্যাটারের গায়ে বল করতে। আমরা সাজঘরে বসেই সেটা শুনতে পেয়েছিলাম। তার পরেই ওর ছন্দ খারাপ হয়ে গেল। “ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ তার আগে আকাশ অফস্টাম্পের বাইরে বল করছিল। কিন্তু হঠাৎ দেখলাম, ক্রমাগত ব্যাটারদের গায়ে বল করতে শুরু করল আকাশ। কোহলির হয়তো মনে হয়েছিল, ওর সমস্যা হয় বলে বাকিদেরও ওই বলে সমস্যা হবে। কিন্তু সকলের খেলার ধরন তো এক নয়। স্মিথ ও লাবুশানে ক্রমাগত ওর বল লেগ সাইডে খেলতে শুরু করল। ফলে রান হল। তাতে ওর ছন্দ নষ্ট হয়ে গেল।“

অশ্বিনের মতে বোলারদের কখনও এই ধরনের পরামর্শ দেওয়া উচিত নয়। এই ন ইয়ে অশ্বিন বলেন, “একজন বোলার শুরু থেকে একটা লেংথ ধরে বল করে। তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তাই হঠাৎ করে তার লেংথ বা লাইন বদল করার প্রয়োজন নেই। অনেক অধিনায়ক সেটা করার চেষ্টা করে। তাতে কোনও লাভ হয় না।“

আরও পড়ুন- সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...
Exit mobile version