Thursday, August 21, 2025

একটা সময় এখানে বাঘ ছিল। বুদ্ধদেব গুহ-র ঋজুদা যারা পড়েছেন তারা বাঘের এই রুটের সঙ্গে খুবই পরিচিত। সময়ের ফেরে পথ বদলেছে শার্দুলকুল (tigers)। আবার সেই পুরোনো পথেই নতুন করে ঘাঁটি গাড়তে চলেছে বাঘেরা, এমনটা আশঙ্কা করেছিলেন বাংলার বন দফতরের আধিকারিকরা (forest officials)। এবার কার্যত সেই আশঙ্কাতেই শিলমোহর দিচ্ছেন প্রতিবেশী রাজ্যের বনাধিকারিকরাও। অর্থাৎ বাংলার লালামাটি এলাকায় গেলে এবার সুন্দরবনের মতোই দেখা মিলে যেতে পারে এক ডোরাকাটার।

বাঘিনী জিনাত (tigress Zeenat) বাংলায় এসে নাজেহাল করে দিয়েছিল বনদফতরের কর্মীদের। এরপর ফের ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্তে বেড়েছে বাঘের আতঙ্ক। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের একাংশ বনাঞ্চলে বাঘের আনাগোনা জিনাতের সঙ্গেই বাড়বে বলে আশঙ্কা করেছিলেন বাংলার বন দফতরের আধিকারিকরা। এরই মধ্যে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারকে (royal bengal tiger) কেন্দ্র করে সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

এত ঘন ঘন বাঘের আনাগোনা দেখে ঝাড়খণ্ডের (Jharkhand) পালামৌ টাইগার রিজার্ভের সহ অধিকর্তা প্রজেসকান্ত জেনার দাবি, “বাংলা সীমান্তে থাকা এই বাঘটি পালামৌ টাইগার রিজার্ভ (Palamau Tiger Reserve) থেকেই গিয়েছে।” বেশ কিছুদিন ট্রাপ ক্যামেরায় বাঘের যে ছবি ধরা পড়েছিল, তা পাঠানো হয়েছিল প্রতিবেশী সব রাজ্য ও আশেপাশে টাইগার রিজার্ভগুলিতে। সেখান থেকেই এবার প্রকাশ্যে জিনাতের ফেরোমেনের সূত্র ধরে বাংলায় আসা বাঘের পরিচয়।

বন দফতরের ট্র্যাপ ক্যামেরার ছবিতে লক্ষ্যণীয় এই বাঘটি পালমৌ (Palamau) থেকে ছত্তিশগড় হয়ে বাংলার সীমান্তে ঢুকেছে। দীর্ঘ ৭০০ কিমি এই রাস্তা একসময় বাঘের করিডর (tiger corridor) হিসেবেই পরিচিত ছিল। পরে বনাঞ্চল কমে যাওয়ায় সেই পথ হারিয়ে গিয়েছিল। নতুন করে জঙ্গলের বিস্তারের জেরে ফের সেই পুরনো করিডর নতুন করে খুলে গেল।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version