Thursday, November 13, 2025

‘মাদ্রীপুত্র’: কাব্যে উপেক্ষিত দুই রাজপুত্রের কাহিনি সাংবাদিক সন্দীপের কলমে

Date:

সাংবাদিকতার ব্যস্ততার মধ্যে সময় বের করে সাহিত্যচর্চা করেন সন্দীপ চক্রবর্তী (Sandip Chakraborty)। পরপর দু’বছর কলকাতা বইমেলায় (Kolkata Book Fair ) প্রকাশিত হল তাঁর লেখা বই। গতবছর ভগিনী নিবেদিতার উপর বই লিখেছিলেন সন্দীপ। এবার মহাভারতের দুই উপেক্ষিত চরিত্র নকুল ও সহদেবকে বিষয় করে বই লিখলেন তিনি। নাম ‘মাদ্রীপুত্র’। বৃহস্পতিবার বইমেলায় ‘টাইমলাইন পাবলিকেশনের’ স্টলে বইটি প্রকাশ করলেন সাহিত্যিক-বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ছিলেন প্রকাশক বিক্রম সরকার, মনিকা চৌধুরী, অমর মিশ্র, পৌলমী বসু দাস।

মহাভারতের (Mahabharata) পঞ্চপাণ্ডব। এঁদের নিয়েই কাহিনীর আবর্ত আর এঁদের দিয়েই মহাকাব্যের শেষ। কিন্তু আলোচনায় সবসময় থাকেন কুন্তীর তিন পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন।মাদ্রীর দুই পুত্রের চর্চা প্রায় নেই। তাঁরাও বীর, তাঁরাও সুপুরুষ, তাঁরাও একইভাবে ভ্রাতৃ আজ্ঞা পালন করেছিলেন। কিন্তু মায়ের মতোই তাঁদের নিয়ে সাহিত্যে চর্চা খুবই কম। লক্ষ্মণের স্ত্রী উর্মিলা বা কৃষ্ণের দুই পত্নীকে নিয়ে যেমন আলোচনা কম, কাব্যে তাঁরা ‘উপেক্ষিতা’। ঠিক একইভাবে নকুল ও সহদেবও ‘কাব্যে উপেক্ষিত’। তাঁদেরকেই সাহিত্যচর্চার বিষয় করলেন সাংবাদিক সন্দীপ। সাংবাদিকের অনুসন্ধিৎসু মন নিয়েই এই চর্চা। সেই কারণেই বেছে নিয়েছেন মাদ্রীপুত্রদের।

৬১৬ নম্বর স্টলে প্রকাশিত হল লেখক-সাংবাদিক সন্দীপ চক্রবর্তীর (Sandip Chakraborty) পুরাণ নির্ভর এই সাহিত্য। নকুল ও সহদেব মহাভারতের দুই অসামান্য চরিত্র। চরিত্র দুটির বহু কাহিনিই অজানা। মাদ্রীপুত্ররা পাণ্ডবের অংশ হয়েও ‘দ্বয়’ হয়েই যেন একটু স্বতন্ত্র। ছোট থেকে বিমাতার স্নেহ পরশে লালিত হয়েও গর্ভধারিণীর জন্য ছিল চিরকালীন আকুতি। আবার প্রথম পাণ্ডবত্রয়ের ছায়ায় থেকেও নিজস্বতায় সমুজ্জ্বল। সাতটি পর্বে দুই চরিত্রকে নতুন করে তুলে ধরা হয়েছে। প্রথমে চ্যবন পর্ব। মাঝে পাণ্ডু, মাদ্রী, পাঞ্চালী, বনবাস অজ্ঞাতবাস, কুরুক্ষেত্র ও শেষে মহাপ্রস্থান পর্ব। মাদ্রীপুত্রদের অজানা বা অনালোচিত অধ্যায় বইটির মুদ্রিত দাম ২০০ টাকা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version