Thursday, August 21, 2025

আদালতের সময়সীমার মধ্যেই মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা মানসের

Date:

Share post:

অবশেষে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা দিলেন মানস চক্রবর্তী (Manas Chaktraborty)। শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ডেডলাইন শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন মানস।

২০১৯-এর পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের (WBMC) রেজিস্ট্রার পদে মানসের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু অবসরের পাঁচ বছর পরেও রেজিস্ট্রারের পদে ছিলেন তিনি। কাউন্সিলকে অন্ধকারে রেখে অবৈধভাবে পুনর্নিয়োগের অভিযোগ উঠেছিল। ইস্তফা দিয়ে প্রাক্তন রেজিস্ট্রার বলেন, “হাই কোর্টের নির্দেশ মেনেই সভাপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছি।”

রেজিস্ট্রার পদে মানসের (Manas Chaktraborty) বহাল থাকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে সম্প্রতি মামলা দায়ের হয়। বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট অনুযায়ী, সময়সীমা পরিয়ে যাওয়ার পরেও পদে থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে অভিযোগ। ৭ ফেব্রুয়ারি মেডিক্যাল কাউন্সিলে নিয়োগের পরীক্ষা রয়েছে। তার আগে কী ভাবে রেজিস্ট্রার পদে রয়েছেন মানস? প্রশ্ন তোলেন মামলাকারী।

এটি বেআইনি বলে পর্যবেক্ষণ আদালতের। কী ভাবে মানস এত বছর ওই পদে রয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বলেন, “সরকারের থেকে মেডিক্যাল কাউন্সিল বড় নয়। কাউন্সিলের সদস্যেরা মহান পেশায় রয়েছেন। তাই তাঁদের মহান ভাবেই কাজ করা উচিত।“ ফেব্রুয়ারি মাসে পরীক্ষার মাধ্যমে নতুন রেজিস্ট্রারকে নিয়োগ করা হবে বলেও জানায় উচ্চ আদালত। শুক্রবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে মানসকে অপসারণ করা হবে ও তাঁর সমস্ত বেনেফিট রদ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...