Saturday, November 8, 2025

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি তৈরির স্বপ্ন: রাষ্ট্রপতির বাজেট ভাষণ

Date:

Share post:

গোটা দেশের ধুঁকতে থাকা অর্থনীতি যখন তাকিয়ে রয়েছে ২০২৪-২৫ বাজেটের দিকে, তখন দেশের মানুষকে বিশ্ব অর্থনীতির স্বপ্ন দেখালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শেয়ার বাজার থেকে দৈনন্দিন জিনিসের চাহিদার কমতির বাজারে ভারতের বিমান আন্তর্জাতিক বাজারে বিক্রির মোদির বিজ্ঞাপন তুলে ধরে বাজেট বক্তৃতায় (budget speech) দেশের মানুষের কাছে মোদি সরকারের মুখরক্ষার চেষ্টা চালিয়ে গেলেন রাষ্ট্রপতি।

মূলত মোদি জমানায় কীভাবে বিভিন্ন প্রকল্প চালু ও টিকিয়ে রাখার মাধ্যমে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে অর্থমন্ত্রক তার পরিসংখ্যান উঠে আসে রাষ্ট্রপতির বাজেট বক্তৃতায় (budget speech)। সেখানে কংগ্রেস আমলে চালু হওয়া আবাস যোজনায় মোদির জমানায় বিস্তার লাভের তথ্য তুলে ধরা হয়। তুলে ধরা হয় আয়ুষ্মান ভারত, জলজীবন মিশন, লাখপতি দিদি-র মতো প্রকল্পের সাফল্যের খতিয়ান।

একদিকে যখন গোটা বিশ্বে আমেরিকার এআই প্রযুক্তিকে (AI technology) টক্কর দিয়ে চিনের ডিপসিক (DeepSeek)প্রযুক্তি বাজার দখলে ব্যস্ত, তখন বাজেট বক্তৃতার আগে ভারতের এআই সাফল্য তুলে ধরার চেষ্টা করেন রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায়। তুলে ধরা হয় ফাইভ-জি (5G) প্রযুক্তির পাশাপাশি সাইবার নিরাপত্তার দিকগুলি। রাষ্ট্রপতির ভাষণে দাবি করা হয় ডিজিটাল ব্যাঙ্কিংয়ে ভারতের সাফল্য নিয়েও।

ভারতের অর্থনীতির উচ্চতর উদাহরণ হিসাবে বিদেশের বাজারে ভারতে তৈরি ১৭০০ বিমান (aircraft) বিক্রির বরাতের সাফল্য তুলে ধরেন রাষ্ট্রপতি। আর এই পথ ধরেই বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হতে চলেছে ভারত, আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভারতের মধ্যবিত্তের জন্য পেনশন স্কিমে পাশাপাশি আয়কর নিয়ে স্বচ্ছতা তৈরিতে অর্থমন্ত্রকের সাফল্যের খতিয়ানও উঠে আসে রাষ্ট্রপতির (President of India) ভাষনে।

এক সময় যে মোদি সরকার দেশের নারীশক্তির দিকে ফিরে তাকায়নি, বাংলার সরকারের অনুকরণে সেখানে মহিলাদের জন্য প্রকল্প থেকে রোজগারের পথ তৈরিতে যে দিকগুলিতে জোর দেওয়া হয়েছে, তা উঠে আসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাজেট ভাষনে (budget speech)। সেই সঙ্গে মহিলাদের সেনাবাহিনী, এয়ারফোর্সে যোগ দেওয়ার দিকগুলিও তুলে ধরা হয়। সম্প্রতি সংসদে এক দেশ এক ভোট নিয়ে মোদি সরকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো (federal structure) বিরোধী নীতি নিতে চলেছে, তার প্রশংসা করেন রাষ্ট্রপতি (President of India)। সেই সঙ্গে ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের দমিয়ে দেওয়ার প্রচেষ্টার পরেও সেই বিলের পক্ষে সম্মতি জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...