Wednesday, November 5, 2025

অমৃতস্নানে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার: বিস্ফোরক অভিষেক

Date:

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার। নিহতের সংখ্যা ১০০ পেরিয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। শুক্রবার, দমদম বিমানবন্দরে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই দুর্ঘটনার জন্যে যোগী সরকারের অপদার্থতাকেই দায়ী করেন অভিষেক। তাঁর কথায়, এই ঘটনা কোনও অবিজেপি শাসিত রাজ্যে হলে রাষ্ট্রপতিশাসন জারির দাবি করত বিজেপি (BJP)। বাংলার সরকারের সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনার উদাহরণও তুলে ধরেন তৃণমূল সাংসদ।

মহাকুম্ভে মৌনি অমবস্যায় অমৃতস্নানে চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে ৩০জনের মৃত্যুর কথা স্বীকার করেছে যোগী সরকার। তবে, বেসরকারি মতে, মৃতের সংখ্যা একশোর কাছাকাছি। এই দুর্ঘটনা নিয়ে এদিন উত্তরপ্রদেশ সরকারকে ধুয়ে দেন অভিষেক। বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। কখনও বলছে ৩০ জন। তখনও বলছে ৪০ জন। মহাকুম্ভে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে। গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই।!”

তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আসলে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা বেশি। শুধু ঢাকঢোল পিটিয়ে প্রচারই করা হয়েছে। তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এঘটনা যদি বিজেপি বিরোধী রাজ্য, যেমন বাংলা বা তামিলনাড়ুতে ঘটত, তাহলে তো এতদিনে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হত!” তাঁর মতে, “মানুষ জীবদ্দশায় একবারই কুম্ভমেলায় যায়। অথচ সেখানে গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই। সবকিছু নেতা আর বড়লোকদের জন্য। তাদেরকে খাতির করে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদের জন্য রাস্তা পর্যন্ত খালি করে দেওয়া হচ্ছে। এরা ভাবে দেশটাকে কিনে রেখেছি। তার ফলেই এতগুলো প্রাণ চলে গেল।”

পাশাপাশি, বাংলার গঙ্গাসাগর মেলার উদাহরণ তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ। বলেন, “আমরাও তো এখানে গঙ্গাসাগর মেলা করছি। ১৪ বছরের সরকার। এখানে শুরু থেকেই মানুষের নিরাপত্তায় জোর দেওয়া হয়।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version