Monday, November 3, 2025

বিরাটকে আউট করে চর্চায় হিমাংশু সাঙ্গওয়ান, কে এই বোলার, মিল রয়েছে ধোনির সঙ্গে

Date:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে নামেন বিরাট কোহলি। নিজের ফর্মে ফিরতে রঞ্জিতে নামেন বিরাট। তবে নেমেই ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি। ব্যাট হাতে করেন ৬ রান। বোল্ড হন বিরাট। ছিটকে যায় তাঁর অফ স্টাম্প। কোহলির ব্যাটিং দেখার জন্য দিল্লির মাঠে এসেছিলেন বিরাট সংখ্যক দর্শক। হতাশ হন তাঁরা। মাত্র ১৫ বলেই শেষ তাঁর ইনিংস। বিরাটকে আউট করেন রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ান। আর তারপর থেকেই চর্চা চলছে সেই হিমাংশু সাঙ্গওয়ানকে নিয়ে। সকলের মনে প্রশ্ন কে এই হিমাংশু। কি পরিচয় তাঁর।

জানা যাচ্ছে, হিমাংশুও দিল্লির ছেলে। নজফগড়ে জন্ম তাঁর। কিন্তু খেলেন রেলওয়েজের হয়ে। এক সময় যদিও দিল্লির অনুর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন হিমাংশু। ঘরোয়া ক্রিকেটে হিমাংশু প্রথম ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। বিজয় হজারে ট্রফি খেলেছিলেন। সেই বছরই একে একে অভিষেক হয় সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রঞ্জি ট্রফিতে।

তবে জানেন কি হিমাংশু জীবনটা অনেকটা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতন। ধোনির মতো হিমাংশুও একসময় ভারতীয় রেলওয়ের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন। নয়াদিল্লি স্টেশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে গ্লেন ম্যাকগ্রার এমআরএফ পেস ফাউন্ডেশনে যান হিমাংশু। সেখানে গিয়ে একেবারে বদলে যায় হিমাংশুর জীবন। অজি তারকার অধীনে বোলার হিসাবে দারুণ উন্নতি করেন নজফগড়ের এই ক্রিকেটার।

তবে শুধু এদিন বিরাট কোহলির নয়, হিমাংশু এর আগেও বড় তারকাদের উইকেট নিয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এক ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছিলেন। যেখানে তিনি পৃথ্বী শ ও অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের আউট করে। সেই ম্যাচে মুম্বইকে ১০ উইকেটে হারিয়েছিল রেলওয়েজ। একটি ইনিংসে ৩৩ রান ৬ উইকেট নেওয়া হিমাংশুর সেটাই সেরা বোলিং। আর এবার বিরাট কোহলির উইকেট নিয়ে ফের চর্চায় উঠে এলেন হিমাংশু ।

আরও পড়ুন- সচিনকে বিশেষ সম্মান দিতে চলেছে বিসিসিআই : সূত্র

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version