Sunday, August 24, 2025

ঋদ্ধিমান সাহার বিদায় ম্যাচে জয় পেল বাংলা। এদিন রঞ্জিট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৩ রানে জয় পেল বঙ্গ ব্রিগেড। ম্যাচের নায়ক হলেন তরুণ তুর্কি সুরজ সিন্ধু জসওয়াল। শতরানের পাশাপাশি আট উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। এটাই ছিল ক্রিকেটার ঋদ্ধির শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে পাপালিকে উপহার দিতে চেয়েছিল অনুষ্টুপ মজুমদার , সুদীপ চট্টোপাধ্যায়রা, আর সেটাই হল। এদিকে জয় পেলেও রঞ্জি থেকে ছিটকে গেল বাংলা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়েই শেষ বাংলার এ বারের রঞ্জি। গ্রুপে কেরল সাত ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বঙ্গ শিবির। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান সুরজ। ১১১ রান করেন তিনি। ৫৫ রান করেন সুমন্ত গুপ্ত। ৫২ রান করেন অভিষেক পোড়েল। পাঞ্জাবের হয়ে ৪ উইকেট নেন গুরনুর। ৩ টি উইকেট নেন সাহিল খান। একটি করে উইকেট নেন আরাধ্য এবং মারকান্ডে। দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব শেষ ১৩৯ রানে। সেই ইনিংসেও চার উইকেট সুরজের। তিনটি উইকেট নেন সুমিত মোহান্ত। এবং দু’টি উইকেট নেন মহম্মদ কাইফ। ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব ১৯১ রান করে। সেই ইনিংসে ৪ উইকেট নেন সুরজ।

এদিকে ঋদ্ধিমান সাহা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এ বারের রঞ্জি ট্রফি শেষ হলেই তিনি অবসর নেবেন। সেই মত পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল বাংলার। সেই ম্যাচ খেলেই অবসর নিলেন তিনি। এই ম্যাচের প্রথম দিনেই ঋদ্ধিকে সংবর্ধনা দেয় বাংলার ক্রিকেট সংস্থা। দলের তরফে সকলের সই করা জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে।

আরও পড়ুন- কোন নিয়মে শিবমের জায়গায় হর্ষিত , মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version