Friday, August 22, 2025

কোন নিয়মে শিবমের জায়গায় হর্ষিত , মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Date:

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচকে ঘিরে শুরু হয়েছে এক বিতর্ক। গতকাল ম্যাচে অলরাউন্ডার শিবম দুবের বদলে বোলার হর্ষিত রানাকে ম্যাচের মাঝে কনকাশন পরিবর্ত হিসাবে নামায় ভারত। আর এরপর অভিযোগ ওঠে নিয়মভঙ্গ করেছে টিম ইন্ডিয়া। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল। ভারতের বোলিং কোচ বিতর্ক মানতে নারাজ।

ম্যাচ শেষে মর্কেল বলেন, “ আমি যত দূর জানি, ব্যাট করার পর সাজঘরে ফিরে শিবমের মাথায় ব্যথা শুরু হয়। সেই কারণে আমরা কনকাশন পরিবর্ত হিসাবে ম্যাচ রেফারির কাছে একটা নাম জমা দিই। ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন হর্ষিতকে খেলানো যাবে। সেটাই শেষ সিদ্ধান্ত।“ ব্যাট করার সময়ে চোট পান অলরাউন্ডার শিবম দুবে। এরপর ইনিংস শেষ করে সাজঘরে ফেরার পর মাথাব্যথা শুরু হয় তাঁর। যে কারণে কনকাশন সাব নামায় ভারত। কনকাশন সাব হিসেবে আনা হয় পেসার হর্ষিত রানাকে। আর হর্ষিতের ৩ উইকেটের জন্য ইংল্যান্ড জেতার রাস্তা থেকে ছিটকে যায়।

২০১৯ সাল থেকে আসা কনকাশনের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের মাথায় চোট লাগলে তবে তার পরিবর্তে দল অন্য ক্রিকেটার নামাতে পারবে এবং সে ব্যাট, বল ও ফিল্ডিং করতে পারবেন। কিন্তু স্পষ্ট নিয়ম রয়েছে, যে ধরণের ক্রিকেটার মাঠ ছাড়বেন, সেই ধরণের ক্রিকেটারকেই পরিবর্ত হিসেবে আনা যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার ও অলরাউন্ডারের জায়গায় অলরাউন্ডার।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক ?

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version