কোন নিয়মে শিবমের জায়গায় হর্ষিত , মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

ম্যাচ শেষে মর্কেল বলেন, “ আমি যত দূর জানি, ব্যাট করার পর সাজঘরে ফিরে শিবমের মাথায় ব্যথা শুরু হয়।

0
1

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচকে ঘিরে শুরু হয়েছে এক বিতর্ক। গতকাল ম্যাচে অলরাউন্ডার শিবম দুবের বদলে বোলার হর্ষিত রানাকে ম্যাচের মাঝে কনকাশন পরিবর্ত হিসাবে নামায় ভারত। আর এরপর অভিযোগ ওঠে নিয়মভঙ্গ করেছে টিম ইন্ডিয়া। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল। ভারতের বোলিং কোচ বিতর্ক মানতে নারাজ।

ম্যাচ শেষে মর্কেল বলেন, “ আমি যত দূর জানি, ব্যাট করার পর সাজঘরে ফিরে শিবমের মাথায় ব্যথা শুরু হয়। সেই কারণে আমরা কনকাশন পরিবর্ত হিসাবে ম্যাচ রেফারির কাছে একটা নাম জমা দিই। ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিয়েছেন হর্ষিতকে খেলানো যাবে। সেটাই শেষ সিদ্ধান্ত।“ ব্যাট করার সময়ে চোট পান অলরাউন্ডার শিবম দুবে। এরপর ইনিংস শেষ করে সাজঘরে ফেরার পর মাথাব্যথা শুরু হয় তাঁর। যে কারণে কনকাশন সাব নামায় ভারত। কনকাশন সাব হিসেবে আনা হয় পেসার হর্ষিত রানাকে। আর হর্ষিতের ৩ উইকেটের জন্য ইংল্যান্ড জেতার রাস্তা থেকে ছিটকে যায়।

২০১৯ সাল থেকে আসা কনকাশনের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের মাথায় চোট লাগলে তবে তার পরিবর্তে দল অন্য ক্রিকেটার নামাতে পারবে এবং সে ব্যাট, বল ও ফিল্ডিং করতে পারবেন। কিন্তু স্পষ্ট নিয়ম রয়েছে, যে ধরণের ক্রিকেটার মাঠ ছাড়বেন, সেই ধরণের ক্রিকেটারকেই পরিবর্ত হিসেবে আনা যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার ও অলরাউন্ডারের জায়গায় অলরাউন্ডার।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক ?