Thursday, December 18, 2025

বাংলার বঞ্চনা থেকে বিমা: বাজেট শেষে তৃণমূলের সুরে সুর মেলাল সিপিআইএম

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শাসকদলের নেতারা যখন বারবার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গে তুলে ধরেছেন, তখন সেই প্রসঙ্গ কখনই উঠে আসেনি মানুষের থেকে বিতাড়িত বামেদের মুখে। শনিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025-26) পেশের পরে বাংলার সাধারণ মানুষের কাছে নিজেদের প্রাসঙ্গিক রাখতে অবশেষে তৃণমূলের সুরে সুর মেলালেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কেন্দ্রের নির্বাচনমুখী বাজেটে বাংলার বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূলের সুরেই বিমায় একশো শতাংশ বিদেশী বিনিয়োগের (FDI) সমালোচনা সেলিমের মুখে।

কেন্দ্রীয় বাজেটে কার্যত হতাশ গোটা বাংলা। প্রতিবেশী বিহারে (Bihar) যেখানে ঢালাও বিনিয়োগ কেন্দ্রের, সেখানে বাংলার ভাঁড়ার শূন্য। এই প্রসঙ্গে এদিন সেলিম দাবি করেন, বোঝাই যাচ্ছে এটা নির্বাচনকে লক্ষ্য রেখে বাজেট। দিল্লি নির্বাচনের আগে বেতনভোগী (salaried) কর্মীদের লক্ষ্য রেখে করে ছাড় দেওয়া হল। অন্যদিকে বছর শেষে বিহার ভোটের জন্য ঢালাও ঘোষণা বিহারের জন্য। সেখানে বাংলা তথা উত্তর-পূর্বের রাজ্যগুলি বঞ্চিতই রয়ে গেল। বাংলা সহ বিভিন্ন রাজ্য সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়েছে। সেখানেই ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে (federal structure) ক্ষতিগ্রস্ত করছে সরকার।

বিমার ক্ষেত্রে মানুষের উপর করের বোঝা চাপিয়ে বিদেশী বিনিয়োগ আনায় ষড়যন্ত্রের (conspiracy) সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল। সেই আশঙ্কাকে সমর্থন জানিয়ে সেলিমের দাবি, বিমায় নতুন কী বিদেশি প্রযুক্তি আসবে? ভারতের যে বিমা ক্ষেত্র (insurance sector) রয়েছে তাতে তারা সাম্প্রতিক প্রযুক্তি কিনে নেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য একশো শতাংশ বিদেশি বিনিয়োগ (FDI) আনা হল। বিমাক্ষেত্র দেশের ভিতরে টাকাকে সচল (mobilise) করে। সরকারি বিমা সংস্থা (private sector insurance) গ্রামাঞ্চল থেকে যে টাকা সংগ্রহ করে তা কেন্দ্রের সরকারের প্রকল্পেই কাজে লাগে। সেখানে বিদেশী বিনিয়োগের বিরোধিতায় বামপন্থীরা।

এবারের কেন্দ্রীয় বাজেটে বিদেশী বিনিয়োগে মোদি সরকারের ঝোঁক নিয়ে সমালোচনায় সিপিআইএম রাজ্য সম্পাদক। নিউক্লিয়ার এনার্জি, নিরাপত্তার ক্ষেত্রে এয়ারলাইন্স সহ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বিদেশের হাতে লগ্নি করার পথ খুলে দেওয়া নিয়ে সমালোচনা সেলিমের। অন্যদিকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে যেভাবে রেলে কোনও বরাদ্দের ঘোষণা করা হয়নি, তার সমালোচনা সিপিআইএমের। সেলিমের দাবি, রেলে জনসাধারণের নিরাপত্তায় কোনও নজরই যে কেন্দ্রের সরকারের নেই, তা বাজেটে স্পষ্ট।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...