Thursday, December 18, 2025

কেন্দ্রের সরকার ধরে রাখতে নীতীশকে ‘ঘুষ’! বাজেটে বিহারে ঢালাও ঘোষণা

Date:

Share post:

তৃতীয় মোদি সরকার গড়তে দুপাশে দুজনকে বসিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে ২০২৪-এর অন্তর্বর্তী বাজেটে ঢালাও ঘোষণায় নিজের পাশে রেখেছিলেন মোদি। তাতে ক্ষুব্ধ বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish KUmar) এনডিএ জোটে গেলেও বারবার জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রের একাধিক বিলে আপত্তি জানিয়েছেন। ২০২৫-২৬ বাজেটে (Union Budget 2025-26) তাই বিহারকে ঢালাও ঘোষণায় তুষ্ট রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

বিহারের শিল্পক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্রে দরাজ ঘোষণা করে বিহারের প্রতি নক্কারজনক পক্ষপাতিত্ব প্রকাশ করল মোদি সরকার। যেখানে বাংলা বা বিরোধী শাসিত কোনও রাজ্যে বিশেষ প্রকল্প তো দূরের কথা, শুধুমাত্র নির্বাচনমুখী বিহারের জন্য একের পর এক ঘোষণা করে গেলেন সীতারমন। যেভাবে গোটা দেশে শিল্পমুখী প্রকল্প ও চাকরি নির্ভর শিক্ষার প্রসার ঘটিয়ে চাকরিপ্রার্থী, মধ্যবিত্তের ঘাড় থেকে মুদ্রাস্ফীতির বোঝা কমানো যেত, সেই পথে গেলেন না অর্থমন্ত্রী। ঘোষণা করা হল শুধু নীতীশ কুমারের মুখ চেয়ে।

শুধুমাত্র মাখনা (Makhana) থেকে রোজগারের জন্য আলাদাভাবে তৈরি হচ্ছে মাখানা বোর্ড (Makhana Board)। মাখানার উৎপাদন, কৃষকদের সঠিক সুবিধা দেবে এই বোর্ড। লক্ষ্য রাখা হবে এই উৎপাদনে যাতে কোনও কৃষক কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই বোর্ডের মাধ্যমেই মাখনা প্যাকেজজাত করণ ও তার বাণিজ্যের নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্য ও প্যাকেজকরণের প্রয়োজনীয় প্রযুক্তির দিকেও এই বোর্ডই নজর রাখবে।

বিহারের খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে নতুনভাবে মাখনা প্রকল্পের পাশাপাশি যুব সম্প্রদায়ের রোজগারের পথ খুলে দিতেও খাদ্য প্রক্রিয়াকরণের উপর নজর মোদি সরকারের। তৈরি করা হবে ন্যাশানাল ইন্সটিটিউট অফ ফুড টেকনোলজি। পাটনা আইআইটি-র (IIT, Patna) পরিসর বাড়িয়ে শিক্ষার প্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়ানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বিহারের বাণিজ্য ও পরিচিতির প্রসারে তৈরি হবে গ্রিনফিল্ড এয়ারপোর্ট (Greenfield Airport)।

কৃষি থেকে সমান হারে শিক্ষা ও কর্মসংস্থানে নজর দেওয়ার পাশাপাশি বিহারের সামগ্রিক কৃষিক্ষেত্রের জন্য দরাজ হস্ত নির্মলা সীতারমন। মিথিলাঞ্চল এলাকায় হবে নতুন খাল প্রকল্প। কোশি নদীর খাল প্রকল্পের জন্যই শুধুমাত্র ৫০ হাজার হেক্টর জমি অধিগ্রহণ করে কাজ করবে কেন্দ্রের সরকার।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...