Thursday, August 21, 2025

রাজস্ব-ঘাটতি মেটাতে ধার বাড়াচ্ছে মোদি! উৎপাদন কোথায়, তোপ তৃণমূলের

Date:

ধারই যেন মোদি জমানার সচল অর্থনীতি। একদিকে উৎপাদন ক্ষেত্র মোদির নিজের তৈরি করা লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছাতে পারলেন না নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দেশে যখন আয় ও ব্যয়ের ফারাক ক্রমশ বেড়ে চলেছে, সেই সময় সাধারণের মন রাখতে ফের রাজস্ব ঘাটতি (fiscal deficit) কমানোর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী। কিন্তু প্রশ্ন কীভাবে কমবে সেই ঘাটতি? নির্মলার উত্তর, ফের বাড়ানো হবে ধার। সেখানেই বাংলার শাসকদলের তোপ, তাহলে যে উৎপাদন (manufacturing) বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, কোথায় গেল সেই উৎপাদন। কেন রাজস্বের ঘাটতি মেটাতে ফের বাড়ানো হচ্ছে ধারের (borrowing) পরিমাণ।

ভারতের অর্থনীতি ক্রমশ এগিয়ে যাচ্ছে। শনিবার বাজেট (Union Budget 2025-26) পেশ করতে গিয়ে প্রথমেই দেশের অর্থনীতির গুণগান গাইতে শুরু করেন নির্মলা সীতারমন। তবে গোটা বক্তৃতার শেষে গিয়ে প্রকাশ্যে আসে ভারতের অর্থনীতির আসল চেহারা, যেখানে সীতারমন বলেন ভারতের রাজস্ব ঘাটতি (fiscal deficit) ২০২৫ অর্থবর্ষে ছিল ডিজিপির (GDP) ৪.৮ শতাংশ। এই মাত্রা প্রত্যাশিত ছিল ৪.৯ শতাংশ। কার্যত ০.১ শতাংশ উন্নতির কথা শুনিয়ে পিঠ চাপড়ানি আদায় করার চেষ্টা করেন তিনি।

২০২৬ বর্ষে রাজস্বের ঘাটতি কমিয়ে ডিজিপির ৪.৪ শতাংশ করার প্রতিশ্রুতি দিলেন নির্মলা সীতারমন। তবে এই সামান্য ঘাটতি কমাতে ধারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। ২০২৫ অর্থবর্ষে যেখানে ধারের (borrowing) পরিমাণ ১৪.০১ লক্ষ কোটি ছিল, সেখানে ২০২৬ অর্থবর্ষে তা বাড়িয়ে ধার নেওয়া হবে ১৪.৮২ লক্ষ কোটি।

স্বাভাবিকভাবেই সেই ধারের বোঝা দেশের মানুষের উপর চাপিয়েই ‘আচ্ছে দিন’এর বুলি আওড়াবেন মোদি-নির্মলা। সেখানেই মানুষের ভুল ভাঙলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থ উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। তিনি স্পষ্ট তুলে ধরেন, রাজস্ব ঘাটতি (fiscal deficit) মেটাতে মোদি ধার করতে চলেছেন প্রায় ১৫ লক্ষ কোটি। যার ফলে দেশের ধারের পরিমাণ আরও বাড়বে। সবশেষে সাধারণ মানুষ ও যুব সম্প্রদায়ের জন্য এই বাজেটে কিছু নেই।

অথচ এই নরেন্দ্র মোদিই (Narendra Modi) এমন স্বপ্ন দেখিয়েছিলেন যাতে বাস্তবে হাওয়ায় কাঁচের রাজপ্রাসাদ তৈরি করেছিল ভারতের যুবসমাজ। রাজকোষের দৈন্যের তুলনায় মোদির সেই প্রতিশ্রুতি মনে করিয়ে অমিত মিত্রর প্রশ্ন, সমীক্ষা স্পষ্ট বলছে উৎপাদন কমছে। প্রশ্ন হল, উৎপাদন (manufacturing) জিডিপির মাত্র ১৫ শতাংশ। মোদি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন উৎপাদন পৌঁছে যাবে জিডিপির ২৫ শতাংশে। কিন্তু বাজেটে কোথায় উৎপাদন বাড়ানোর কথা? যদি দেশের উৎপাদন ক্ষমতা না বাড়বে তবে স্বাভাবিকভাবেই বিকাশ (growth) থমকেই যাবে। ঠিক সেভাবেই ভারতের বিকাশ মুখ থুবড়ে পড়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version