Friday, January 30, 2026

পান সব ভাতা, বাংলার সরকারকে ধন্যবাদ ভিন দলের রাজ্য সরকারের

Date:

Share post:

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের (State Government) পরিষেবা সঠিক সময় পাচ্ছেন নবতিপর রাজ্য সরকার (Rajya Sarkar)। যেমন ব্যতিক্রমই নাম তাঁর। তেমনই মানসিক দৃঢ়তা। শাসকদলের সমর্থক না হয়েও, মুক্ত কণ্ঠে জানালেন, প্রাপ্য সব ভাতা পাচ্ছেন তিনি ও তাঁর পরিবাদের সদস্যরা। এর জন্য বাংলার সরকারকে ধন্যবাদ জানালেন রাজ্য সরকার।

দল বা রাজনীতির রং দেখে নয়, রাজ্যের সব মানুষের কাছে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়াই উদ্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের (Mamata Benarjee)। দুয়ারে সরকার থেকে সব সাধারণ মানুষই পেয়েছেন বিভিন্ন রাজ্য সরকারি (State Government) পরিষেবা। বাদ যাননি ইটাহারের পতিরাজপুর অঞ্চলের চোদুয়ার গ্রামের বাসিন্দা বছর ৯০ এর রাজ্য সরকার। বাম আমলে সক্রিয় ভাবে CPIM দল করতেন। ২০১১ সালে পালা বদলে ক্ষমতায় তৃণমূল (TMC)। ক্ষমতায় আসার পর থেকেই দল-মত নির্বিশেষে সকলকে রাজ্য সরকারি পরিষেবা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আছেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বয়সের ভারে ন্যুব্জ এই রাজ্য সরকার।

কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, এমনকী তাঁর দ্বিতীয় স্ত্রী গ্রহণ সরকার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকার হাঁটা চলায় এখনও সাবলীল। বাম আমলে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষ পাননি। বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের প্রত্যেক নাগরিকের দুয়ারে পৌঁছে যাচ্ছে পরিষেবা। বেশ কয়েক বছর আগে আবেদন করেছিলেন রাজ্য সরকার। আর তার পর থেকেই আজ পর্যন্ত ভাতা পাচ্ছেন তিনি। সেই কারণে ধন্যবাদ জানিয়েছেন বাংলার সরকারকে।

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...