Thursday, August 21, 2025

কর ছাড়ের টাকা গিলে নেবে মুদ্রাস্ফীতি, মধ্যবিত্তের হাতে থাকবে পেন্সিল: অমিত মিত্র

Date:

কেন্দ্রীয় বাজেট আসলে ভাঁওতা। এবং গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এই বাজেটকে বিপর্যয় বলে ব্যাখ্যা করলেন রাজ্যের অর্থ উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। কর ছাড় নিয়েও তাঁর অভিযোগ, বাজেটে (Budget) মুদ্রাস্ফীতি নিয়ে কোনও দিশা নেই। ফলে যে করের টাকা বাঁচবে, সেটা গিলে নেবে মুদ্রাস্ফীতি। ফলে মধ্যবিত্তের হাতে পেন্সিল- কটাক্ষ অমিতের।

এর পরেই কেন্দ্রীয় বাজেট ব্যাখ্যা করে অমিত মিত্র (Amit Mitra) প্রশ্ন তোলেন, “এই বাজেট কী করল? সামাজিক পরিষেবায় ১৬ শতাংশ হ্রাস করা হয়েছে। আবাসনে কমানো হয়েছে ৪.৩৮ শতাংশ। সমাজ কল্যাণ এবং তফসিলি জাতি ও উপজাতির মানুষরা বিশ্বাস করুন বা না করুন, ৩ শতাংশেরও বেশি কাট অফ করা হয়েছে। তারপর সমাজ কল্যাণ এবং ৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছে।” অর্থাৎ সামজিক প্রকল্পের টাকা কমিয়ে লোক দেখানো কর ছড়া দেওয়া হয়েছে বলে মত রাজ্যের অর্থ উপদেষ্টার।

নির্মলার বাজেটকে ‘ধ্বংসাত্মক’, ‘জনবিরোধী ষড়যন্ত্র’ আখ্যা দেন অমিত। তথ্য-পরিসংখ্যান তুলে তিনি বলেন, বিমায় বিদেশি বিনিয়োগের ১০০ শতাংশ সুযোগ মিললেও কেন আমজনতার জন্য স্বাস্থ্যবিমায় জিএসটি কমানো হল না? এদিকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতন থেকে আয়ে কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মুদ্রাস্ফীতি কমানোর কোনও দিশা নেই। এই পরিস্থিতিতে কর ছাড়ের সুবিধা পাবে না মধ্যবিত্ত। কারণ, এই টাকা গিলে নেবে মুদ্রস্ফীতি।

একই সঙ্গে বাজেটে খাদ্যে ভর্তুকি কমানো এবং যুব, মহিলা এবং কৃষকদের বঞ্চনার প্রতিবাদ করেন অমিত মিত্র। বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাদ্য ভর্তুকি ১ শতাংশ কমানো। উল্লেখযোগ্য ব্যাপার যুব, মহিলা এবং কৃষকদের জন্য কিছুই নেই।” রাজ্যের অর্থ উপদেষ্টার কথায়, এই বাজেটে দিশা নেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version