Wednesday, November 5, 2025

‘কিষান সম্মান নিধি’ বাড়ল না, ধনধান্য কৃষি যোজনাতেই কৃষক মন জয়ের চেষ্টা নির্মলার

Date:

Share post:

প্রাপ্তির থেকে অপ্রাপ্তিই বেশি কৃষকদের। এবার বাজেটে কিষান সম্মান নিধি বাড়বে এমনটাই আশা করেছিল দেশের আপামর কৃষক সমাজ। কিন্তু বৃথা আশা। ২০২৫ কেন্দ্রীয় বাজেটে কৃষিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে ঘোষণা করেও তেমন আশার আলো দেখাতে পারলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বাজেট ভাষণের শুরুটা কৃষিক্ষেত্র দিয়ে করলেন ঠিকই, কিন্তু প্রত্যাশার পারদ চড়িয়েও সাধারণ কৃষকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ। নির্মলা বাজেটে কৃষকদের জন্য পিএম ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করলেন। জানালেন, মোট ১০০টি জেলার ১ কোটি ৭০ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ১০০টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। কিন্তু এর বাইরে কিছুই জুটল না। এদিন অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, উৎপাদনের হার কম, এমন ১০০টি জেলাকে চিহ্নিত করা হবে। তারপর জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে ফসল চিহ্নিত করা হবে। সেইমতো কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং ফসল বিক্রিরও ব্যবস্থা করা হবে এই যোজনায়। এছাড়া কিষান ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। ঘোষণা হল, ডেয়ারি ও ফিশারির জন্য ৫ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো

উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কিন্তু আপামর কৃষক সমাজের উন্নতির কোনও দিশা দেখাতে পারেনি এই বাজেট। প্রত্যাশমতো বাড়েনি কিষান সম্মান নিধিও। দীর্ঘদিন ধরেই কিষান সম্মান নিধি বাড়ানোর দাবি তুলে আসছেন কৃষকরা। কিন্তু বাজেটে তেমন কোনও ঘোষণা নেই। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টিও দিতে পারেনি এবারের বাজেট। দীর্ঘদিন ধরে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সার ও কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিতে সরব হয়েছেন, তা নিয়ে কোনও ঘোষণা নেই নির্মলা সীতারামনের বাজেটে।

আরও পড়ুন- বাজেটের দিনে দেশজুড়ে সোনার উর্ধ্বমুখী দামের রেকর্ড !

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...