Saturday, August 23, 2025

‘কিষান সম্মান নিধি’ বাড়ল না, ধনধান্য কৃষি যোজনাতেই কৃষক মন জয়ের চেষ্টা নির্মলার

Date:

প্রাপ্তির থেকে অপ্রাপ্তিই বেশি কৃষকদের। এবার বাজেটে কিষান সম্মান নিধি বাড়বে এমনটাই আশা করেছিল দেশের আপামর কৃষক সমাজ। কিন্তু বৃথা আশা। ২০২৫ কেন্দ্রীয় বাজেটে কৃষিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে ঘোষণা করেও তেমন আশার আলো দেখাতে পারলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বাজেট ভাষণের শুরুটা কৃষিক্ষেত্র দিয়ে করলেন ঠিকই, কিন্তু প্রত্যাশার পারদ চড়িয়েও সাধারণ কৃষকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ। নির্মলা বাজেটে কৃষকদের জন্য পিএম ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করলেন। জানালেন, মোট ১০০টি জেলার ১ কোটি ৭০ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ১০০টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। কিন্তু এর বাইরে কিছুই জুটল না। এদিন অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, উৎপাদনের হার কম, এমন ১০০টি জেলাকে চিহ্নিত করা হবে। তারপর জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে ফসল চিহ্নিত করা হবে। সেইমতো কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং ফসল বিক্রিরও ব্যবস্থা করা হবে এই যোজনায়। এছাড়া কিষান ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। ঘোষণা হল, ডেয়ারি ও ফিশারির জন্য ৫ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো

উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কিন্তু আপামর কৃষক সমাজের উন্নতির কোনও দিশা দেখাতে পারেনি এই বাজেট। প্রত্যাশমতো বাড়েনি কিষান সম্মান নিধিও। দীর্ঘদিন ধরেই কিষান সম্মান নিধি বাড়ানোর দাবি তুলে আসছেন কৃষকরা। কিন্তু বাজেটে তেমন কোনও ঘোষণা নেই। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টিও দিতে পারেনি এবারের বাজেট। দীর্ঘদিন ধরে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সার ও কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিতে সরব হয়েছেন, তা নিয়ে কোনও ঘোষণা নেই নির্মলা সীতারামনের বাজেটে।

আরও পড়ুন- বাজেটের দিনে দেশজুড়ে সোনার উর্ধ্বমুখী দামের রেকর্ড !

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version