Thursday, August 21, 2025

‘যে নদী হারায়ে গতি’: বইমেলায় কুণাল ঘোষের বই প্রকাশ, ওটিটিতে পেশের ইচ্ছাপ্রকাশ প্রকাশকের

Date:

এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের প্রেমের কাহিনী। তবে সেখানে আসল গল্প নয়। বরঞ্চ সেখান থেকেই শুরু এক রহস্য গল্পের। এই ক্রাইম থ্রিলারে (crime thriller) রয়েছে ডবল ডেকার কাহিনী। ২০২৫ বইমেলায় কুণাল ঘোষের (Kunal Ghosh) লেখা ‘যে নদী হারায়ে গতি’ এক অন্য স্বাদের কাহিনী তুলে ধরেছে, যা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠক মনে জায়গা করে নিয়েছে। প্রকাশক দীপ্তাংশু মণ্ডল জানিয়েছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনলাইন ও অফলাইনে এই বইয়ের চাহিদা তুঙ্গে। দীপ প্রকাশন-এর (Deep Prakashan) হাত ধরে শুক্রবার বইমেলার ৪২৩ নম্বর স্টলে সাংবাদিক তথা রাজনীতিক কুণাল ঘোষের বইটির উদ্বোধন করলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta)। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।

দীপ প্রকাশন-এর (Deep Prakashan) প্রকাশনায় প্রতিবছর বইমেলায় প্রকাশিত হয় কুণাল ঘোষের লেখনিতে একটি করে অসামান্য বই। এবছরও প্রকাশক দীপ্তাংশু মণ্ডলের আবদার মিটিয়েছেন কুণাল ঘোষ। এবারের উপস্থাপনা প্রেম (love) ও ক্রাইম থ্রিলারের সমন্বয়ে ‘যে নদী হারায়ে নদী’। কুণাল জানিয়েছেন, এই কাহিনী প্রেম, রহস্য রোমাঞ্চের (crime thriller)। এখানে জুটি এক পুলিশ অফিসার (police officer) ও এক সাংবাদিকের। তবে এখানে আবার খুন হয়েছেন এক গোয়েন্দা নিজেই। সেখানেই কাহিনী এক দ্বিস্তর মাত্রা পেয়েছে। যাকে ‘ডবল ডেকার রহস্য’ বলে উল্লেখ করেন লেখক।

‘একজন স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত কথাকার’ কুণাল ঘোষের বই প্রকাশ করে সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta) জানান, তাঁর লেখনির সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছেন পাঠকরা। তিনি এতটাই ভালো লেখেন। শুধু ওনার একটিই দোষ, তিনি কম লেখেন। যদি তিনি ব্যস্ত সময় থেকে আর একটু সময় বের করে লেখালেখিতে দিতে পারতেন তবে ভালো লেখার অভাব নিয়ে পাঠকের অভিযোগের অনেকটা নিরসন হতো। এভাবেই বই প্রকাশ অনুষ্ঠানে লেখক কুণাল ঘোষের পরিচয় পেশ করেন সাহিত্যিক প্রচেত।

কুণাল ঘোষের কাহিনীর বর্ণনার বাকিটা ‘যে নদী হারায়ে নদী’ বইতে। তবে এই কাহিনী শুনে যেমন সহজেই ওটিটি প্ল্যাটফর্মের (OTT platform) কোনও সিনেমা বা সিরিজের কথা মনে আসে, ঠিক তেমনই প্রত্যাশা প্রকাশক দীপ্তাংশু মণ্ডলের। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে সাড়া ফেলে দেওয়া এই কাহিনী ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ (series) আকারে উপস্থাপন করার কথা জানান প্রকাশক দীপ্তাংশু মণ্ডল। এদিনের বই প্রকাশে উপস্থিত ছিলেন দীপ প্রকাশন-এর সিইও সুকন্যা মণ্ডলও।

 

শুক্রবার দীপ প্রকাশনের স্টলে এই বই-এর পাশাপাশি বার্তা প্রকাশন থেকে প্রকাশিত হয় ‘জোড়া পাতা’ বইটি। কৃষ্ণা সাহার এই বইটি প্রকাশ করেন সাংবাদিক ও রাজনীতিক কুণাল ঘোষ।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version