Saturday, August 23, 2025

অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। আর ঘরের ফিরেই আবেগে ভাসলেন তিনি। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন । তিনি হলেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়র। নেইমার যে তাঁ ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরছেন তা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন । আর এবার ছোট বেলার ক্লাবে ফিরে কান্নায় ভাসলেন নেইমার।

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষ হয় নেইমারের । আর তারপরেই স্যান্টোসে ফিরলেন তিনি। প্রায় একযুগ পর আবার স্যান্টোসে প্রত্যাবর্তন নেইমারের। আর নেইমারকে সাদর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ভক্ত। সেখানে নেইমারের পরনে স্যান্টোসের সাদা-কালো জার্সি, মাথায় সাদা ফেটি। ক্লাবের জার্সিকে চুমু খাওয়ার পরই কেঁদে ফেলেন নেইমার। পরে পেলের সঙ্গে তাঁর ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। যার ক্যাপশনে লেখা, ‘রাজা ও রাজপুত্র। এভাবেই ঐতিহ্যকে সম্মান জানানো হোক।’ সঙ্গে হ্যাশট্যাগ, ‘রাজপুত্রের প্রত্যাবর্তন’।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন নেইমার। এরপর স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার।

আরও পড়ুন- কোন মন্ত্রে বিরাটকে আউট ? রহস্য ফাঁস হিমাংশুর

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version