Thursday, August 21, 2025

বিনিয়োগে বিশ্ব-নজরে বাংলা: জমির অভাব নেই, পরিকাঠামো তৈরি, চূড়ান্ত প্রস্তুতি

Date:

বাংলায় বিনিয়োগ টানাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। লক্ষ্য বাংলাকে বিশ্বের দরবারে শিল্প সম্ভাবনায় শ্রেষ্ঠত্বের অধিকারী করা। সেই লক্ষ্য নিয়েই ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) আসর বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর এটি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও শিল্প সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। প্রস্তুতি সম্পূর্ণ। প্রচারে গগনচুম্বী ফেস্টুন সম্বলিত ভিডিও (video) প্রকাশ করেছে তৃণমূল। এখন শুধু অপেক্ষা সম্মেলন শুরুর।

মুখ্যমন্ত্রী বাংলাকে দেশের এক নম্বর শিল্প সম্ভাবনাময় রাজ্য হিসেবে গড়ে তুলতে তেমন পরিকাঠামো উন্নীত করেছেন, তৈরি করেছন ল্যান্ড ব্যাঙ্ক (land bank)। তারপর রয়েছে দক্ষ শ্রমিক (labour)। এক জানালা (one window) নীতিও চালু করেছেন শিল্পের পরিবেশকে সহজতর করতে। বিনিয়োগ টানতে তিনি বিদেশ সফরও করেছেন। আর রাজ্যে শিল্প সম্মেলন করে বিশ্বের নজর তো কেড়েই নিয়েছেন। এই পরিস্থিতিতে এবারের সম্মেলনে নতুন বিনিয়োগের লক্ষ্য ছাড়াও গতবারের বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা হবে।

এবার বিজিবিএস শুরুর আগেই রাজ্যে ‘পরিত্যক্ত’ জমিগুলিতে নতুন শিল্প বা শিল্পপার্ক (industrial park) তৈরি করার লক্ষ্যে বিশেষ নজর দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সরকারের লক্ষ্য স্থির করে জানিয়ে দিয়েছেন, আরও শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই আরও বিনিয়োগ টানার লক্ষ্যে ৫ ও ৬ ফেব্রুয়ারি এই বৃহৎ আয়োজন। এবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) যোগ দিতে চলেছে ২০টি দেশ। রাজ্যে যেমন এআই হাব তৈরির পরিকল্পনা রয়েছে, তেমনই সেমিকন্ডাক্টর থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি, বস্ত্র ও চর্ম এবং পর্যটন শিল্পেও বিশেষ নজর দিচ্ছে রাজ্য।

বাংলায় নতুন শিল্প করিডোর তৈরি হচ্ছে রঘুনাথপুর-ডানকুনি -তাজপুর, ডানকুনি-কল্যাণী এবং ডানকুনি-ঝাড়গ্রামে। এছাড়া বাংলায় রয়েছে ২২টি আইটি পার্ক (IT park)। তথ্যপ্রযুক্তি শিল্পে জোয়ার আনতে গড়ে উঠছে বেঙ্গল সিলিকন ভ্যালি (Bengal Silicon Valley)। বাংলার প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে তাজপুর গভীর সমুদ্র বন্দর ও মেটিয়াবুরুজ মেগা লেদার ক্লাস্টার। ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পে ১৮২৬ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ১৪ হাজারের বেশি উদ্যোগপতিকে। মসলিন শিল্প পুনরুদ্ধারেও সচেষ্ট রাজ্য।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version