Friday, January 30, 2026

জাতীয় গেমসে সৌবৃতির রুপো, বিতর্ক সাঁতারে

Date:

Share post:

জাতীয় গেমসে ফের বিতর্ক। এবার বিতর্ক বাংলাকে নিয়ে । বিতর্ক সাঁতারে। যার যেরে মহিলা রিলে রেসে নামতেই পারল না বাংলা। রিলে প্রতিযোগিতায় কে শুরু করবেন এবং কে শেষ করবেন তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলায় বাংলাকে বাতিলই করে দিলেন আয়োজকেরা।

খবর, দিন তিনেক আগে ২০০ মিটার রিলে ইভেন্টে নামার আগে সতীর্থদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন সৌবৃতি মণ্ডল। রিলেতে সৌবৃতিকে প্রথম ল্যাপে রাখা হয়েছিল। যদিও তিনি চতুর্থ তথা শেষ ল্যাপে নামতে চান। তা নিয়েই উত্তপ্ত বাদানুবাদ হয় রিলে টিমের অন্য সদস্যদের সঙ্গে সৌবৃতির। এই প্রসঙ্গে সৌবৃতির বক্তব্য, ‘‘আমি আগেই বলেছিলাম সবার শেষে নামব। কিন্তু দল তৈরির সময় সেটা মানা হয়নি। উল্টে আমার সঙ্গে জুনিয়ররাও খারাপ আচরণ করেছে।“ এদিকে, এই ঘটনার জেরে বাংলার নাম এই ইভেন্ট থেকে বাতিল করে দেন আয়োজকরা। তবে বিতর্কের খবর মানতে চাননি কর্তারা। বাংলা দলের শেফ দ্য মিশন বিশ্বরূপ দে দেরাদুন থেকে ফোনে ঝামেলার খবর উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘এখান থেকে ৩০০ কিলোমিটার দূরের হলদিওয়ানিতে হচ্ছে সাঁতারের ইভেন্ট। আমি ওখানে ছিলাম না। আমার কাছে যা রিপোর্ট এসেছে, তাতে তেমন কোনও ঘটনা ঘটেনি। বরং সৌবৃতির সামনে আরও ইভেন্ট থাকায় ওকে ওই ইভেন্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছিল। আর বাংলা দলকে বাতিল করে দেওয়ার খবরও ঠিক নয়। ওই ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা না থাকায়, আমরা নিজেরাই নাম তুলে নিই।’’

এদিকে বিতর্কের দিনই ৩৮তম জাতীয় গেমসে ফের পদক জিতলেন বাংলার সাঁতারু সৌবৃতি মণ্ডল। কিন্তু অল্পের জন্য সোনার হ্যাটট্রিক হল না তাঁর। টুর্নামেন্টে এর আগে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছিলেন সৌবৃতি। সোমবার ৫০ মিটার ব্যাক স্ট্রোকে মাত্র ০.১ সেকেন্ডের জন্য দ্বিতীয় হয়ে তৃতীয় সোনা হাতছাড়া করলেন হাওড়ার মেয়ে। এদিকে যোগাসনে বাংলাকে সোনা ও রুপো উপহার দিলেন যথাক্রমে ঋতু মণ্ডল ও স্বাতী মণ্ডল। আর্টিস্টিক সিঙ্গল ইভেন্টে সোনা জিতেছেন শিল্পা দাস।

আরও পড়ুন- সরকারি পদের লোভেই বিজেপির কারচুপিতে মদত দিচ্ছেন নির্বাচন কমিশনার! তোপ কেজরির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...