Sunday, November 2, 2025

জাতীয় গেমসে ফের বিতর্ক। এবার বিতর্ক বাংলাকে নিয়ে । বিতর্ক সাঁতারে। যার যেরে মহিলা রিলে রেসে নামতেই পারল না বাংলা। রিলে প্রতিযোগিতায় কে শুরু করবেন এবং কে শেষ করবেন তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলায় বাংলাকে বাতিলই করে দিলেন আয়োজকেরা।

খবর, দিন তিনেক আগে ২০০ মিটার রিলে ইভেন্টে নামার আগে সতীর্থদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন সৌবৃতি মণ্ডল। রিলেতে সৌবৃতিকে প্রথম ল্যাপে রাখা হয়েছিল। যদিও তিনি চতুর্থ তথা শেষ ল্যাপে নামতে চান। তা নিয়েই উত্তপ্ত বাদানুবাদ হয় রিলে টিমের অন্য সদস্যদের সঙ্গে সৌবৃতির। এই প্রসঙ্গে সৌবৃতির বক্তব্য, ‘‘আমি আগেই বলেছিলাম সবার শেষে নামব। কিন্তু দল তৈরির সময় সেটা মানা হয়নি। উল্টে আমার সঙ্গে জুনিয়ররাও খারাপ আচরণ করেছে।“ এদিকে, এই ঘটনার জেরে বাংলার নাম এই ইভেন্ট থেকে বাতিল করে দেন আয়োজকরা। তবে বিতর্কের খবর মানতে চাননি কর্তারা। বাংলা দলের শেফ দ্য মিশন বিশ্বরূপ দে দেরাদুন থেকে ফোনে ঝামেলার খবর উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘এখান থেকে ৩০০ কিলোমিটার দূরের হলদিওয়ানিতে হচ্ছে সাঁতারের ইভেন্ট। আমি ওখানে ছিলাম না। আমার কাছে যা রিপোর্ট এসেছে, তাতে তেমন কোনও ঘটনা ঘটেনি। বরং সৌবৃতির সামনে আরও ইভেন্ট থাকায় ওকে ওই ইভেন্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছিল। আর বাংলা দলকে বাতিল করে দেওয়ার খবরও ঠিক নয়। ওই ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা না থাকায়, আমরা নিজেরাই নাম তুলে নিই।’’

এদিকে বিতর্কের দিনই ৩৮তম জাতীয় গেমসে ফের পদক জিতলেন বাংলার সাঁতারু সৌবৃতি মণ্ডল। কিন্তু অল্পের জন্য সোনার হ্যাটট্রিক হল না তাঁর। টুর্নামেন্টে এর আগে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছিলেন সৌবৃতি। সোমবার ৫০ মিটার ব্যাক স্ট্রোকে মাত্র ০.১ সেকেন্ডের জন্য দ্বিতীয় হয়ে তৃতীয় সোনা হাতছাড়া করলেন হাওড়ার মেয়ে। এদিকে যোগাসনে বাংলাকে সোনা ও রুপো উপহার দিলেন যথাক্রমে ঋতু মণ্ডল ও স্বাতী মণ্ডল। আর্টিস্টিক সিঙ্গল ইভেন্টে সোনা জিতেছেন শিল্পা দাস।

আরও পড়ুন- সরকারি পদের লোভেই বিজেপির কারচুপিতে মদত দিচ্ছেন নির্বাচন কমিশনার! তোপ কেজরির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...
Exit mobile version