Wednesday, August 27, 2025

দোষী সঞ্জয়কে মুক্ত করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে সোজা প্রশ্ন কুণালের

Date:

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে খুশি নন তাঁর মা-বাবা। নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবি করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন জানাতে চলেছেন তাঁদের আইনজীবী তড়িৎ ওঝা। এই ঘটনা নিয়ে অভয়ার বাবা-মাকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, “আপনারা কি মূল যে ধর্ষক-খুনি সঞ্জয় রাই- তাকে মুক্ত করে দিতে চান? তার সাজাটাকে লঘু করে দিতে চান?”

আর জি করের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই-এর তদন্তে খুশি নন মৃতার মা-বাবা। তাঁদের অভিযোগ, কোনও একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এইসঙ্গে আরও অনেকে জড়িত। এই রায়ের বিরুদ্ধে এবং নতুন করে তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার, মালদহে আইনজীবীর বাড়িতে যান অভয়ার মা-বাবা। নতুন করে আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী তড়িৎ ওঝা।

এই প্রেক্ষিতে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অভয়ার মা-বাবার বেদনার প্রতি তাঁদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। কলকাতা পুলিশ এই নৃশংস-নির্মম ঘটনার তদন্ত শুরু করে এবং এই মূল দোষী সঞ্জয়কে গ্রেফতার করে। এরপর অভয়ার মা-বাবার দাবি মতোই CBI তদন্তভার নেয়। তারাও সঞ্জয়কেই দোষী হিসেবে চার্জ গঠন করে। আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন এই তদন্তের বিরুদ্ধে গিয়ে নতুন করে তদন্ত চাইছেন মৃতার মা-বাবা। এই বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। বলেন, কেন বিরোধী রাজনৈতিকদলগুলির কাল্পনিক অভিযোগে প্রভাবিত হচ্ছেন তাঁরা? তাঁরা কি সঞ্জয়ের মুক্তি চাইছেন বা তার সাজা লঘু করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে এভাবে সকাল-বিকেল নিজেদের বয়ান পরিবর্তন না করার আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

Related articles

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...
Exit mobile version