Tuesday, July 1, 2025

বেডরুম আর রাস্তাঘাট একাকার! উদিতের চুমু-বিতর্কে মন্তব্য ‘সনাতনী’ মমতা শঙ্করের

Date:

Share post:

ইদানিং ‘সনাতনী’র ভূমিকায় অবতীর্ণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। নেটিজেনদের একাংশের মতে, তাঁর পুরস্কার স্বরূপ ‘পদ্মশ্রী’ও পেয়ে গিয়েছেন তিনি। এবার বলিউডের (Bollywood) জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের (Udit Narayan) মঞ্চের উপর মহিলা ভক্তকে চুমু দেওয়া নিয়ে মন্তব্য করলেন মমতা। তাঁর কথায়, “বেডরুম আর রাস্তাঘাট এক হয়ে গিয়েছে।”

উদিত নারায়ণের চুমু-বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলেছে। সর্বত্রই তা নিয়ে আলোচনা। ইতিমধ্যে স্বয়ং গায়ক এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিতর্ক থামছে না। শিল্পীমহল অবশ্য এই ঘটনা নিয়ে দু-ভাগে বিভক্ত। কেউ দাঁড়িয়েছেন উদিতের পক্ষে, কেউ আবার ঘটনার নিন্দায় সরব। এরই মধ্যে বিবেকের ভূমিকায় অবতীর্ণ মমতা শঙ্কর (Mamata Shankar)। ইদানিং বিভিন্ন বিষয়ে ‘শালীনতার ধ্বজাধারী’ রূপে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি। সে মহিলাদের শাড়ির আঁচলই হোক বা উদিতের চুমু-সব বিষয় নিয়েই বিবেকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সংবাদমাধ্যমকে মমতা জানান, “হাসব নাকি কাঁদব, বুঝতে পারছি না। বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।”

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় উদিত নারায়ণ মঞ্চে গাইছেন, সেই সময় এক মহিলা ভক্ত তাঁর গালে চুমু দিলে পাল্টা ঠোঁটে চুম্বন করেন গায়ক। ভিডিওটি তড়িৎ গতিতে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে তুমুল চর্চা শুরু হয়।
আরও খবর: ফের ‘গ্র্যামি’ জয় বিয়ন্সের! তিনিই অনুপ্রেরণা

উত্তমকুমার প্রসঙ্গে সাংবাদিকটা প্রশ্ন করলে ক্ষুব্ধ মমতা শঙ্কর বলেন, “কোথাও একটা সংযম থাকা প্রয়োজন। সীমারেখা দরকার। সে সব মুছে গেলে এরকমই হয়।” এই প্রসঙ্গে বাংলার ম্যাটিনি আইডল উত্তম কুমারের কথা তুলে অভিনেত্রী বলেন “ব্যক্তিগত জীবনে কী করেছেন জানি না। কিন্তু প্রকাশ্যে কখনও কাউকে অসম্মানিত করেননি। প্রত্যেককে তাঁর প্রাপ্য মর্যাদা দিয়েছেন। সেই জন্যই আজও তিনি সমান জনপ্রিয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়।”

বেশ কয়েক বছর আগের ঘটনা। মঞ্চের উপর অভিনেত্রী শিল্পা শেট্টিকে ঠিক এভাবেই চুম্বন করেছিলেন হলিউডের তারকা রিচার্ড গিয়র। সেই সময় অবশ্য মমতা শঙ্করদের মুখ খুলতে দেখা যায়নি। সেই সময় অবশ্য দিল্লিতে গেরুয়া শিবিরের আধিপত্য ছিল না।

spot_img

Related articles

সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার

সল্টলেকে আবাসনের নীচ থেকে অদ্রিজা সেন নামের এক ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। ১৩ বছরের...

“টু কালার্ড” বলে প্রস্তুতি সারছেন ভারতীয় বোলাররা

সাদা বলে বেশি খেলার অভ্যাস বদলাতে বিশেষ উদ্যোগ ভারতীয় টিম (India Team) ম্যানেজমেন্টের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামার আগে...

টেলি মেডিসিনে নয়া সাফল্যে রাজ্যের: গর্বিত মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে যে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়েছে, তার মধ্য়ে অন্যতম টেলি মেডিসিন (telemedicine)...

যোগী রাজ্যে ফের নারী নির্যাতন, গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ

নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে দেশের মধ্যে যে শীর্ষে যোগীরাজ্য (Uttar Pradesh) সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। স্থান...