এ সপ্তাহে তাপমাত্রা ওঠা নামার খেলা চলবে। আগামী দু-তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। আগামিকাল, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর আবার তাপমাত্রা দু’দিন ধরে ঊর্ধ্বমুখী হবে। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারি বলে অনুমান আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। প্রশ্ন উঠছে, তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আবহবিদেরা তেমন সম্ভাবনা আপাতত দেখছেন না।
দক্ষিণবঙ্গে তাপমাত্রার খেলা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কোনও পরিবর্তন নেই তাপমাত্রার।

–
–

–
–

–

–

–

–


–

–

–

–

–