সস্তা হল সোনা, মঙ্গলেও নিম্নমুখী হলুদ ধাতুর দর 

বাঙালির ভ্যালেন্টাইনস ডে কাটতে না কাটতেই মাঘ – ফাল্গুনের বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত হবু বর- কনেরা। ভিড় বাড়ছে সোনার (Gold) দোকানে। আসলে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে হলুদ ধাতুর দামে পতনের সুখবর মিলেছে। কতটা সস্তা হল সোনা, জেনে নিন এক ঝলকে –

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭,৭০৪ টাকা। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৭৭,০৪০ টাকায় এবং ১০০ গ্রাম সোনার কিনতে খরচ হবে ৭ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৮৪ হাজার ৪০ টাকা হয়েছে। বছরের শুরু থেকেই সোনার দোসর হয়ে দাম বেড়েছিল রুপোর। এবারেও সেই কেমিস্ট্রি লক্ষ্য করা গেল। সোনার দরের সঙ্গে পাল্লা দিয়ে ১ কেজি রুপোর দাম (Silver Price) হয়েছে ৯৯ হাজার ৪০০ টাকা।