বাংলাদেশের হাইকোর্টে ফের খারিজ চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন

অপেক্ষার অবসান হল না।মঙ্গলবার ফের খারিজ হয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। অর্থাৎ জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য সরব হয়েছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আজ হাইকোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল। আর শুনানিতে জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গেল।

এবার মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব করা হয়েছে। গত ২ জানুয়ারি চট্টগ্রামের আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করে দেওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। তাঁকে জামিন না দেওয়ার যুক্তি হিসেবে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল, চিন্ময়কৃষ্ণের নামে দেশদ্রোহিতা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি। এই অবস্থায় তাকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে।

এদিন সন্ন্যাসীর আইনজীবী দাবি করেছেন, তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়োজন।যদিও আইনজীবীর সেই আর্জি গৃহীত হয়নি। তবে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট ইউনূস সরকারের কাছে হলফনামা চেয়ে জানাতে বলেছে যে, কেন চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন সন্ন্যাসীর আইনজীবী। আগামী ২ সপ্তাহের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।