বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্ন টেস্টে সাজঘর বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর , কী বললেন তিনি ?

এই নিয়ে গম্ভীর বলেন, “ ওরা একসঙ্গে অনেক দিন ধরে খেলছে।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে চতুর্থ টেস্ট হারে পর প্রকাশয়ে আসে টিম ইন্ডিয়ার সাজঘরের ছবি। শোনা যায় চতুর্থ টেস্টে হারের পর ড্রেসিংরুমে গৌতম গম্ভীরের বকাঝকা করেন ক্রিকেটারদের। আর এই নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর নিজে। ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারিয়েই সাজঘরের সেই ঘটনা গুজব বলে উড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

এই নিয়ে গম্ভীর বলেন, “ ওরা একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। এক মাস আগে গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট এমনই। দল জিততে না পারলে সাজঘর নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু জিততে শুরু করলেই সব ঠিক হয়ে যায়।“

জানা যায়, চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় দলের অন্দরের গোলমাল হয় । সেই হারের পর কোচ নাকি দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিত শর্মাকে। এমনই খবর প্রকাশ করেছিল একটি ইংরেজি দৈনিক। মেলবোর্ন টেস্টে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দিয়েছিল ভারত। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি বাঁচিয়ে ফেলবে ভারত। কিন্তু সেটা হয়নি। হতাশ করেন ভারতীয় ব্যাটারেরা । আর সেই হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছিল ক্ষুব্ধ গম্ভীরকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। আর সেই নিয়ে এবার মুখ খুললেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস