Tuesday, August 12, 2025

বিনা অনুমতিতেতে বসবাসকারীদের ভারতীয়দের দিল্লি ফেরত ওয়াশিংটন প্রশাসনের!

Date:

Share post:

গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের পর এবার সামরিক বিমানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদের ট্রাম্প প্রশাসন (Donald Trump Government)। এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করেনি নয়া দিল্লি (Government of India)। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি সি-১৭ বিমান ২০৫ জন অভিবাসীদের (Immigrants in US ) নিয়ে ভারতের মাটি ছুঁতে চলেছে।

আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। গত বাইডেন প্রশাসন ২০২৪ অর্থবর্ষে ১৫০০ ভারতীয়কে প্রত্যপর্ণ করেছিল। চেয়ারে বসার পরই ভারতীয় অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির (Narend modi)সঙ্গে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দফতর থেকেও সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। সূত্রের খবর সান দিয়েগো, এল পাসো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প।বিনা নথিতে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি জানিয়েছিলেন, যদি কোনও দেশে অবৈধ ভারতীয় অভিবাসী থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক,তবে তাঁকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সব সময় প্রস্তুত। শেষ খবর পাওয়া অনুযায়ী, পেন্টাগনের সি-১৭ সামরিক বিমানে ভারতে ফেরত পাঠানো হচ্ছে অভিবাসীদের। বৌদির আমেরিকা সফরের আগে এ ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...