ডায়মন্ড হারবার ও ফলতায় ১০ দিন করে ২০ দিন শিবির করার পর এবার সেবাশ্রয় শিবির শুরু হয়েছে মেটিয়াবুরুজে। মঙ্গলবার, শিবিরের চতুর্থ দিনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পরিদর্শনে করলেন। নয় থেকে নব্বই- সবাইকে সুস্বাস্থ্যের পরামর্শ দেন।

এদিন, মেটিয়াবুরুজের সেবাশ্রয় শিবিরে গিয়ে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। ‘সেবাশ্রয়ে’ পরিষেবা পেয়ে তাঁদের খুশির কথা সাংসদকে জানান স্থানীয়রা।

অভিষেক (Abhishek Banerjee) জানান, সুস্বাস্থ্যের লক্ষ্যে সকলের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ, টেস্ট এবং প্রয়োজনে হাসপাতালে রেফারের বন্দোবস্ত করা হচ্ছে শিবিরে। ডায়মন্ড হারবার, ফলতার পর মেটিয়াবুরুজে মোট ২৪ দিন ধরে চলছে সেবাশ্রয় শিবির। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও চারটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, স্বেচ্ছাসেবকদের সেই বার্তা দেন সাংসদ। ঘুরে দেখলেন ওষুধ বিতরণ কেন্দ্র থেকে টেস্টিং জোন। কথা বললেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও।

–

–

–

–

–

–

–

–