Monday, November 3, 2025

পুলিশি মদত, টাকার খেলায় দিল্লি ভোটে জেতার চেষ্টা বিজেপির: সরব আপ থেকে কংগ্রেস

Date:

উন্নয়নের কাজে দিল্লির আপ সরকারের সঙ্গে কোনওমতেই পাল্লা দিতে পারেনি বিজেপি। ধাপ্পাবাজির ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও সাফল্য আসেনি। শেষে নির্বাচনের দিন টাকা দিয়ে ভোট কেনার ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বিজেপি (BJP)। সেই সঙ্গে নির্বিঘ্নে সম্পন্ন হওয়া রাজধানীর নির্বাচনে নিজেদের পক্ষে ভোট টানতে পুলিশকেও কাজে লাগাতে পিছপা হয়নি বিজেপি। বারবার ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ ওঠে দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৫৭.৭০ শতাংশ।

লোকসভা নির্বাচনে যেভাবে বিভিন্ন এলাকার নেতাদের হাত দিয়ে এলাকায় মানুষের হাতে টাকা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল বিজেপির, সেই একই পথে দিল্লির নির্বাচনে (Delhi Assembly Election) ভোটারদের হাত করার চেষ্টা করে বিজেপি বুধবার। তবে আপ (AAP) নেতাদের সজাগ দৃষ্টি ও দিল্লিবাসীর স্বতঃস্ফূর্ততায় তা সফলভাবে করতে পারেনি স্থানীয় বিজেপি নেতারা। জংপুরা এলাকায় একটি বাড়ির বাইরে টেবিল বসিয়ে সামনে আড়াল রেখে ভিতর থেকে টাকা বিলির ঘটনা হাতেনাতে ধরে ফেলেন আপ (AAP) নেতা মনীশ শিশোদিয়া। তিনি প্রশ্ন তুলতেই সাফাই দিতে এগিয়ে আসে স্থানীয় পুলিশ (Delhi Police) কর্মীরা। পরে বেআইনিভাবে বসানো টেবিল তুলে দিতে বাধ্য হয় পুলিশ।

একইভাবে বিজেপির টাকা বিলির অভিযোগে সরব হয় কংগ্রেসও (Congress)। আনসারি নগর এলাকায় টাকা বিলির অভিযোগে সরব হন কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষীত। দিল্লি এইমস (AIIMS) এলাকায় তিনি নিজে টাকা বিলির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর দাবি করেন।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version