সহজে রেগে যেতে দেখা যায় না টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়কে। তবে আর পাঁচজন সাধারণ মানুষের মতো দ্রাবিড়ও যে রাস্তার মাঝে ঝগড়ায় জড়াতে পারেন, সেটা চাক্ষুষ করা গেল এবার।বেঙ্গালুরুর রাস্তায় একটি মালবাহী অটোর সঙ্গে ধাক্কা লাগে দ্রাবিড়ের গাড়ির। তাতেই রেগে যান রাহুল। তিনি গাড়ি থেকে নেমে রীতিমতো কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই অটো ড্রাইভারের সঙ্গে। যা দেখে নেটিজেনদের মনে উদয় হয় জনপ্রিয় বিজ্ঞাপনী ভিডিয়োয় উল্লেখ করা ইন্দিরানগরের গুণ্ডার স্মৃতি।

যদিও এক্ষেত্রে রাহুলকে কোনওভাবেই আগ্রাসী দেখায়নি এবং তিনি তুমুল বচসাতেও জড়িয়ে পড়েননি। বিষয়টি নিছক কথাকাটাকাটির পর্যায়েই সীমাবদ্ধ থাকে এবং শেষে তেমন কোনও অভিযোগ ছাড়াই দ্রাবিড় সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে রাহুল সংশ্লিষ্ট অটো ড্রাইভারের কন্টাক্ট নম্বর ও গাড়ির নম্বর নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় রাহুল নিজের গাড়ি থেকে নেমে অটো ড্রাইভারের সঙ্গে একটু রাগের সঙ্গেই কথা বলছেন। সংশ্লিষ্ট অটো ড্রাইভারও দ্রাবিড়কে কিছু বোঝানোর চেষ্টা করছেন। সম্ভবত তিনি এটাই বোঝাতে চাইছিলেন যে, দোষ তার নয়। তাদের কথাবার্তা চলছিল কন্নড় ভাষায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এই দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ত জায়গা কানিংহাম রোডে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। মালবাহী গাড়িটি হঠাৎ ব্রেক কষলে দ্রাবিড়ের গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। যদিও এক্ষেত্রে কোনও গাড়িরই তেমন বড়সড় কোনও ক্ষতি হয়নি। এটাও স্পষ্ট নয় যে, দ্রাবিড় নিজে গাড়ি চালাচ্ছিলেন কিনা।প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে যে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রাহুল দ্রাবিড় রাস্তায় দাঁড়িয়ে ওই অটো চালকের সঙ্গে কন্নড় ভাষায় প্রচন্ড তর্কাতর্কি করছেন। পথচলতি নিত্যযাত্রীরা সেই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন।

৫২ বছর বয়সি রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটে ফরম্যাট মিলিয়ে তিনি ২৪ হাজারের বেশি রান করেছেন। পাশাপাশি ২০০৭ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দেন। সম্প্রতি তাকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেতাব জয়ের পর গত বছর জুলাই মাসে তিনি এই দায়িত্ব ছেড়ে দেন।

টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর দ্রাবিড় আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) কামব্যাক করেছেন এবং রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকী আইপিএল ২০২৫ মেগা অকশনেও তাকে রাজস্থান রয়্যালসের টেবিলে দেখতে পাওয়া গিয়েছিল।

–

–

–

–

–
–