Sunday, November 9, 2025

তমলুকে পানীয়তে বিষ মিশিয়ে দশম শ্রেণির ছাত্রীকে খুন, মৃত্যু বান্ধবীরও: ধৃত প্রেমিক

Date:

বিয়ের প্রস্তাবে নারাজ দশম শ্রেণীর ছাত্রী। এরপরেই ঠান্ডা পানীয়ের সঙ্গে কিশোরীকে কীটনাশক খাইয়ে খুন। মৃত্যু হল তার বান্ধবীরও। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আকাশ সামন্ত নামক এক যুবককে। মঙ্গলবার রাতে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Tamluk Medical College And Hospital) ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সেই তরুণীর বান্ধবীরও।

দশম শ্রেণির ওই ছাত্রী চণ্ডীপুর হাইস্কুলের পড়ুয়া (Student)। অভিযুক্ত যুবক আকাশ এক রাজমিস্ত্রির সহকারী। কিছুদিন আগেই মেয়েটির পাশের বাড়িতে সে কাজ করতে যায় আর সেখানেই আকাশ মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় সে। গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে কিশোরী ও তার বান্ধবী এলাকার একটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় আকাশ তাদের পথ আটকায়। সেখানেও সে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সেই যুবক দু’জনকে ঠান্ডা পানীয় খাওয়ায়। সেখানেই মেশানো হয় কীটনাশক।

এদিন সেই পানীয় খেয়ে বাড়ি ফিরে ওই ছাত্রী ও তার বান্ধবী দুজনেই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় দু’জনকেই তমলুক হাসপাতালে (Tamluk Medical College And Hospital) ভর্তি করা হয়। রবিবার সেখানেই মারা যায় সেই ছাত্রীটি। তার বান্ধবীকে সুস্থ করার চেষ্টা করলেও মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফে আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version