Wednesday, November 5, 2025

নিশ্চিন্তে বিনিয়োগ করুন, দারুণ সহযোগিতা রাজ্যের: BGBS মঞ্চে শিল্পপতিদের আহ্বান সৌরভের

Date:

Share post:

লগ্নির কাজে দারুণ সহযোগিতা করেছে মুখ্যমন্ত্রী দফতর। মুখ্যমন্ত্রীকে কোনও সমস্যা জানালে এক মিনিটে উত্তর পাওয়া যায়। বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) মঞ্চে দাঁড়িয়ে রাজ্যকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। তাঁর কথায়, প্রতি বছর এই সম্মেলনের পরিধি বাড়ছে। শিল্পপতিদের বাংলার মহারাজের আহ্বান ”সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন।”

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বলতে উঠে সৌরভ (Sourav Ganguli) বলেন, এত বড় মঞ্চে ডাক পেয়ে তিনি অভিভূত। রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, “আমি ব্যবসার খুব একটা বুঝি না। তবে গত কয়েক বছর ধরে লগ্নি করার চেষ্টা করছি। আমি মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকদের থেকে ভীষণ সমর্থন ও সাহায্য পাই।“
আরও খবর: বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা: কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা সঞ্জীব পুরীর মুখে

সৌরভের কথায়, “প্রত্যেক বছরই পরিধি বাড়ছে এই সম্মেলনের। বেঙ্গল বিজনেস সামিটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা থেকে শুরু করে সিনেমা, সব বিষয়ে আলোচনা হয় এখানে। ক্রিকেটের লোক হলেও আমাদের রাজ্যে এসে এত নামী শিল্পপতি ও উদ্যোগপতিরা লগ্নি করতে চান ভাবলে খুব খুশি হই। মমতাদির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।“ সৌরভের কথায়, “মুকেশ অম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা এখানে রয়েছেন। ওঁদের ধন্যবাদ। খেলাধুলোতেও প্রচুর লগ্নি করছেন ওঁরা। আমি অনূর্ধ্ব ১৫ স্তর থেকে যখন বাংলার হয়ে খেলতাম, তখন থেকে খেলাধুলোর উন্নতি চোখে পড়ার মতো। আমি নিজে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। লগ্নি শুধু বাণিজ্যে নয়, খেলাধুলোতেও হবে বলে আশা করি। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও লগ্নি প্রয়োজন। আমাদের এখানে ফুটবল ক্রিকেটের চেয়েও বড় আবেগ।“

এর পরেই রাজ্য সরকারের সহযোগিতার প্রশংসা করেন সৌরভ। বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথা। বলেন, “উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আমাদের কাছে উনি দিদিই। যখনই মেসেজ করি, এক মিনিটে উত্তর দেন। সে যত রাতেই হোক না কেন। আমি মাঝে মধ্যে ভাবি, কী করে একজন মুখ্যমন্ত্রী এত সময় পান? আশা করছি আপনার নেতৃত্বে রাজ্য আরও এগিয়ে চলবে।“

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...