বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

দেখতে দেখতে জীবনের আটচল্লিশটা বসন্ত কাটিয়ে ৪৯- এ পা দিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বুধবার (à§« ফেব্রুয়ারি) জুনিয়র বচ্চনের জন্মদিনে পরিবার – অনুরাগীদের তরফে শুভেচ্ছার বন্যা। কিন্তু খবরের শিরোনামে একজনই, অভিষেক – পত্নী ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। বছর দেড়েক ধরে যেভাবে তাঁদের বিচ্ছেদের খবর ‘টক অফ দ্যা টিনসেল টাউন’ হয়ে উঠেছিল এবার তা থেকে মুক্তি। সৌজন্যে, স্বামীর জন্মদিনে অ্যাশের (Aishwarya প্রেমমাখা বার্তা। জল্পনায় জল ঢেলে শুরু গুঞ্জন তাহলে কি এই বছরের পতিগৃহে প্রত্যাবর্তনের পথে প্রাক্তন বিশ্বসুন্দরী?

জুনিয়র বচ্চনের জন্মদিনে সোশাল মিডিয়ায় স্বামীর শৈশবের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন বচ্চনবধূ। সেখানে দেখা গেছে, গাড়ির স্টিয়ারিং হাতে বসে ছোট্ট অভি। ক্যাপশনে লেখা, “শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা এবং আলোয় কাটুক। শুভেচ্ছা রইলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।” ব্যাস এরপর থেকেই গুঞ্জন শুরু, তাহলে বুঝি ‘সময়’ সত্যিই দূরত্বের ক্ষততে মলম লাগাতে পেরেছে। একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফেরা থেকে আরাধ্যায় স্কুলের অনুষ্ঠানে স্ত্রীর ওড়না ঠিক করে দেওয়া জুনিয়র বচ্চনের ভিডিও বুঝিয়ে দিচ্ছিল ভাঙা সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি দুজনে (Aishwarya Rai, Abhishek Bachchan)। এবার জন্মদিনের মেসেজ যেন তাতেই সিলমোহর দিয়ে দিল।