Sunday, January 11, 2026

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনে ভেজাল-দূষণ ছিল না: HC-তে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

Date:

Share post:

স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না- হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তবে, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও খবর: বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

গত মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Medinipur Medical College And Hospital) সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাসপেন্ড করা হয় হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও। এই নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়।

এদিন আদালতে দু’টি ভাগে রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক। ফলে রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। কিন্তু ওই ভাগটি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। কিশোর দত্ত আদালতে দাবি করেন, মেদিনীপুরের হাসপাতালের স্যালাইনে কোনও ভেজাল বা দূষণ ছিল না।

রিপোর্ট জমার আগেই রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান এজি।  মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া দিয়েছে সরকার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের রয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...