Thursday, August 21, 2025

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনে ভেজাল-দূষণ ছিল না: HC-তে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

Date:

স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না- হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তবে, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও খবর: বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

গত মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Medinipur Medical College And Hospital) সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাসপেন্ড করা হয় হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও। এই নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়।

এদিন আদালতে দু’টি ভাগে রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক। ফলে রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। কিন্তু ওই ভাগটি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। কিশোর দত্ত আদালতে দাবি করেন, মেদিনীপুরের হাসপাতালের স্যালাইনে কোনও ভেজাল বা দূষণ ছিল না।

রিপোর্ট জমার আগেই রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান এজি।  মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া দিয়েছে সরকার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের রয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version