মুখ্যমন্ত্রীর কথা মতোই ভিতপুজো দিয়ে শুরু দেউচা-পাঁচামির কাজ

0
2

মুখ্যমন্ত্রীর কথা মতোই শুরু হয়ে গেল বীরভূমের (Birbhum) দেউচা-পাঁচামির কাজ। বৃহস্পতিবার, দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে ভিতপুজো হয়। জেলাশাসক জানান, পরিকাঠামো প্রস্তুত। ব্যাসল্ট, ব্ল্যাকস্টোন উত্তোলন করতে পারবেন এলাকাবাসী। তাঁদের জন্য কাজের সুযোগ মিলবে।
আরও খবর: BGBS : ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব, স্বাস্থ্যখাতে উন্নতির খতিয়ান পেশ রূপক বড়ুয়ার

বুধবার, শিল্পমহলের তারকাখচিত BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, দেউচা পাঁচামির সব প্রস্তুতি সম্পূর্ণ। বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। তাঁর কথায়, “আজকে ভীষণ শুভ দিন। আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। ওখানে আমাদের সব কাজ সারা। জমি অধিগ্রহণ হয়েছে। জমিদাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। এমনকী আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্য়ের ব্যবস্থাও তৈরি।” বীরভূমের মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, কয়েক লক্ষ মানুষের চাকরি হবে। অনুসারী শিল্প তৈরি হবে। সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

এদিন জেলাশাসক জানান, এখানকার মা-বোনরা খুব খুশি। তাঁদের ৯০ শতাংশ এখানে কাজের সুযোগ পাচ্ছেন। পুনর্বাসন বা চাকরি নিয়ে কারও কোনও অসন্তোষ নেই বলেও জানান জেলাশাসক।