Thursday, August 28, 2025

মেসির হাতে তুলে দেওয়া হল লাল-হলুদ জার্সি, চেন্নাইয়ান ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Date:

আগামিকাল আইএসএল-এর ম্যাচে পরবর্তী ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। শেষ ছয়ের আশা কার্যত শেষ। সুপার সিক্সে উঠতে গেলে রয়েছে অনেক অঙ্ক। যদিও লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজো এইসব নিয়ে ভাবছেন না। বরং এখন লিগের বাকি ম্যাচ যে জয়ই পাখির চোখ, সেকথাই উঠে এল অস্কারের গলায়।

এদিন সাংবাদিক সম্মেলনে অস্কার বলেন, “ সুপার সিক্স এখনও স্বপ্ন। এখনও তা অর্জন করা সম্ভব। তবে কাজটা কঠিন। প্রথম ছ’টা ম্যাচ হারার পর সুপার সিক্সের স্বপ্ন অনেকটাই কমে গিয়েছে। তবে এখনও আমাদের হাতে ছ’টা ম্যাচ রয়েছে। দেখা যাক কী হয়। আপাতত চেন্নাইয়ান ম্যাচে ফোকাস করছি।“ এরপরই লাল-হলুদ কোচ বলেন, “ আমরা এখন রূপান্তরের মধ্যে রয়েছি। সব কিছু ভালই এগোচ্ছে। ভাল খেলোয়াড়দেরও এক এক করে ফিরে পাচ্ছি। সাউল, রাকিপ, লাকরা ফিরেছে। সেলিস রয়েছে। মেসিও দলে যোগ দিয়েছে। আশা করি শেষ পর্বে ভাল কিছুই হবে।“

শনিবার ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান। প্রতিপক্ষকে নিয়ে অস্কার বলেন, “ ওদের অভিজ্ঞ কোচ রয়েছে। শারীরিক ভাবেও দলটা শক্তিশালী। মুম্বই ম্যাচের থেকে এই ম্যাচ অনেক আলাদা হবে। আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার মনে হয় এই দলের সেই দক্ষতা রয়েছে। ওদের ফারুখ, প্রীতমের দিকে আলাদা করে নজর দিতে হবে। জানুয়ারি মাসটা ওদের কাছেও কঠিন গিয়েছে। ওরাও আমাদের মতো মরশুমটা ভাল ভাবে শেষ করার চেষ্টা করবে।“

এদিকে আজই ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিলেন নতুন বিদেশি রাফায়েল মেসি। আজই সকালে শহরে আসেন মেসি। আর এসেই দলের সঙ্গে দেখা করেন তিনি। মেসির হাতে ২৮ নম্বর জার্সি তুলে দেন কোচ অস্কার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version