Friday, December 19, 2025

বাংলার মুকুটে নতুন পালক, সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

আজ থেকে ৪০ বছর আগে শেষবার স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কাপ এসেছিল বাংলার ঘরে। সেবার টুর্নামেন্ট জিতেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। প্রায় চার দশক পর সেই ঐতিহ্যকে সঙ্গী করে বাংলার মুকুটে নতুন পালক যোগ করল অ্যাডামাস ইউনিভার্সিটি (Adamas University)। সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার (Football Tournament) ফাইনাল রাউন্ডে আটটি জোনের ৩২টিমের মধ্যে চ্যাম্পিয়ন বাংলার অ্যাডামাস ইউনিভার্সিটি। কালিকট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে সেরার সেরা পালক বাংলার অ্যাডামাসের মুকুটে।

দেশের ৪০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ইস্ট জোনে ৫৫ টিমের মধ্যে সেরা হয় অ্যাডামাস ইউনিভার্সিটি। ফাইনালে গোল করেন সৌরভ সব্বর ও আকাশ দত্ত। কানপুরের ছত্রপতি সাধু মহারাজ ইউনিভার্সিটি স্টেডিয়াম গ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত অ্যাডামাস ইউনিভার্সিটি স্পোর্টস ডিরেক্টর এবং ফুটবল টিমের টেকনিক্যাল পরিচালক রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, প্লেয়ারদের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। এই ইউনিভার্সিটি পড়াশোনা, পেশাগত জীবনের প্রস্তুতির পাশাপাশি খেলাধুলাকেও যথেষ্ট গুরুত্ব দেয়। বিভিন্ন ক্রীড়া জগতের কোচ, মেন্টরদের তত্ত্বাবধানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে খেলোয়ারদের এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। নভেম্বর মাসে এই টুর্নামেন্ট শুরু হয়। এই প্রতিযোগিতাকে মোট আটটি জোনে ভাগ করা হয়েছিল যেখানে ৫৫টা দলের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি। বিশেষভাবে বলতে হয় বলরাম মান্ডি, সৌরভ বিশ্বাস, আকাশ দত্ত সৌরভ সব্বরদের কথা। ফরোয়ার্ড থেকে ডিফেন্স, গোলকিপিং থেকে মাঝমাঠ ধরে রাখার ক্ষমতা সবদিক থেকেই অ্যাডমাস ইউনিভার্সিটির ফুটবল টিম অনবদ্য পারফর্ম করেছে। ফাইনালে কালিকট বিশ্ববিদ্যালয়কে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্ববিদ্যালয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় বাংলার নাম উজ্জ্বল করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি।

spot_img

Related articles

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...