আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো অক্ষরদের

শুক্রবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা।

আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। কটকে সেই ম্যাচ। সেই ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। আর শনিবার সকালেই পুরীর জগন্নাথদেবের মন্দিরে পৌঁছে গেলেন বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলরা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জগন্নাথদেবের দর্শন পেতে ই-অটোতেই সফর করেন অক্ষররা। তারকাদের জন্য মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে পুরী পুলিশ। জগন্নাথদেবের দর্শন করে পুজো দেন ভারতীয় দলের তিন তারকা। মন্দির কর্তৃপক্ষের তরফে আশীর্বাদস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র ধ্বজা। মন্দির থেকে বেরিয়ে ওয়াশিংটন জানান, “খুব ভালোভাবে দর্শন হয়েছে। সকলকে ধন্যবাদ।“

নাগপুরে প্রথম একদিনের ম্যাচে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে শুভমন গিল। তাদের ব্যাটিং-এর দাপটেই জয় পায় ভারতীয় দল। আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচের একদিনের সিরিজে জয় তুলে নেবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সঞ্জুর পাশে শ্রীসান্থ, প্রাক্তন ভারত ক্রিকেটারকে শো কজ কেরল ক্রিকেট সংস্থার