Monday, November 10, 2025

স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে হবে PHA-র জেলাভিত্তিক কমিটি: ঘোষণা সভাপতি শশীর

Date:

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) প্রথম এগজিকিউটিভ কমিটির সভা হল শনিবার। বিনানি ধর্মশালার ওই সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত জেলাভিত্তিক কমিটি তৈরিতে জোর দিচ্ছে পিএইচএ।

শনিবারের সভায় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডেন্টাল, প্যারামেডিক্যাল, নার্সদের থেকে অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য প্রচুর আবেদন এসেছে। পিএইচএ সিদ্ধান্ত নিয়েছে, জেলাভিত্তিক কমিটি তৈরির পর সমস্ত শাখা থেকে ৪ জন করে নাম চূড়ান্ত করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই নাম পৌঁছবে। অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে এই সভায় শপথ নেওয়া হয়েছে রাজ্যের যেসব সরকারি হাসপাতালে ডাক্তাররা নিজেদের ডিউটি আওয়ার্সে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, তাঁদের নাম স্বাস্থ্য ভবনে পাঠানো হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

বেশ কিছুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের বাছাই করে ফেল করিয়ে দেওয়ার নামে ভয় দেখানো হচ্ছে। এই ধরনের অভিযোগ এলে দ্রুত সংশ্লিষ্ট হাসপাতালে ভিজিট চালাবেন পিএইচএ সদস্যরা। জেলা কমিটিও সরকারি হাসপাতালগুলিতে ভিজিট করবে। এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএচএ-র বর্ধিত রাজ্য কমিটি গঠন করা হবে। সংগঠনের সভাপতি ডাঃ শশী পাঁজা বলেন, ৪৫ জন সদস্য নিয়ে ২৭ জানুয়ারি পিএইচএ তৈরি হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রের সব বিভাগের প্রতিনিধিত্ব আছে সংগঠনে। ইতিমধ্যেই পিএইচএ একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। এক্সিকিউটিভ কমিটি জেলাস্তরেও পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য উন্নয়নে জোরদার কাজ করা।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায় জেলায় চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না। কলকাতায় চলে আসছেন। এতে সরকারের বদনাম হচ্ছে। এই ঘটনাগুলিতে বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসকের নাম উঠে এসেছে। আমরা সেদিকে লক্ষ্য রাখছি। কোনও অবস্থাতেই সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় ধর্মঘট বরদাস্ত করবে না। মন্ত্রীর সংযোজন, মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, সেখানে সরকারকে বদনাম করার জন্য ধর্মঘট করতে দেওয়া হবে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষতি হলে পিএইচএ চুপ করে বসে থাকবে না। যাঁরা স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি করছেন তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- BGBS থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নে কমিটি গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version