Thursday, August 28, 2025

স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে হবে PHA-র জেলাভিত্তিক কমিটি: ঘোষণা সভাপতি শশীর

Date:

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) প্রথম এগজিকিউটিভ কমিটির সভা হল শনিবার। বিনানি ধর্মশালার ওই সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত জেলাভিত্তিক কমিটি তৈরিতে জোর দিচ্ছে পিএইচএ।

শনিবারের সভায় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডেন্টাল, প্যারামেডিক্যাল, নার্সদের থেকে অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য প্রচুর আবেদন এসেছে। পিএইচএ সিদ্ধান্ত নিয়েছে, জেলাভিত্তিক কমিটি তৈরির পর সমস্ত শাখা থেকে ৪ জন করে নাম চূড়ান্ত করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই নাম পৌঁছবে। অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে এই সভায় শপথ নেওয়া হয়েছে রাজ্যের যেসব সরকারি হাসপাতালে ডাক্তাররা নিজেদের ডিউটি আওয়ার্সে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, তাঁদের নাম স্বাস্থ্য ভবনে পাঠানো হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

বেশ কিছুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের বাছাই করে ফেল করিয়ে দেওয়ার নামে ভয় দেখানো হচ্ছে। এই ধরনের অভিযোগ এলে দ্রুত সংশ্লিষ্ট হাসপাতালে ভিজিট চালাবেন পিএইচএ সদস্যরা। জেলা কমিটিও সরকারি হাসপাতালগুলিতে ভিজিট করবে। এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএচএ-র বর্ধিত রাজ্য কমিটি গঠন করা হবে। সংগঠনের সভাপতি ডাঃ শশী পাঁজা বলেন, ৪৫ জন সদস্য নিয়ে ২৭ জানুয়ারি পিএইচএ তৈরি হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রের সব বিভাগের প্রতিনিধিত্ব আছে সংগঠনে। ইতিমধ্যেই পিএইচএ একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। এক্সিকিউটিভ কমিটি জেলাস্তরেও পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য উন্নয়নে জোরদার কাজ করা।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায় জেলায় চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না। কলকাতায় চলে আসছেন। এতে সরকারের বদনাম হচ্ছে। এই ঘটনাগুলিতে বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসকের নাম উঠে এসেছে। আমরা সেদিকে লক্ষ্য রাখছি। কোনও অবস্থাতেই সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় ধর্মঘট বরদাস্ত করবে না। মন্ত্রীর সংযোজন, মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, সেখানে সরকারকে বদনাম করার জন্য ধর্মঘট করতে দেওয়া হবে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষতি হলে পিএইচএ চুপ করে বসে থাকবে না। যাঁরা স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি করছেন তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- BGBS থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নে কমিটি গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version