ফের হার মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৩-১ গোলে

ম্যাচে এদিন শুরুটা ভাল করেছিল মহামেডান । তবে পালটা আক্রমণ চালাতে ভুল করেনি হায়দরাবাদ।

কিছুতেই খারাপ সময় কাটছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির কাছে ৩-১ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। এদিন লড়াই ছিল ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ নম্বরে থাকা মহমেডানের। জিতে এক ধাপ উঠে আসার সুযোগ ছিল সাদা-কালো ব্রিগেডের। তবে তা কাজে লাগাতে পারল না মেহরাজউদ্দিন ওয়াডুর দল।

ম্যাচে এদিন শুরুটা ভাল করেছিল মহামেডান । তবে পালটা আক্রমণ চালাতে ভুল করেনি হায়দরাবাদ। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদকে গোল করে এগিয়ে দেন মিরান্ডা। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সের ধার থেকে ফ্রি-কিকে অনবদ্য গোল করে হায়দরাবাদের ব্যবধান বাড়ান রামলুংচুঙ্গা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে মহামেডান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান স্পোর্টিং ক্লাব। যার ফলে ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান কমায় সাদা-কালো ব্রিগেড। ৭৮ মিনিটে মহামেডানের হয়ে গোল করে মাখন ছোটে । তবে এতেও কোন লাভ হয়নি। কারণ ম্যাচের অতিরিক্ত সময়ে ৩-১ গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। জোসেফ সানি গোল করে মহামেডানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।

আরও পড়ুন- ছোটদের ডার্বিতেও দাপট মোহনবাগানের, লাল-হলুদকে হারাল ৪-২ গোলে