শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল চাকদহ থানার রাওতারি বাজার এলাকা। সকালে এই এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের শিশু কন্যার। ঘটনার পর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রীতি ঘোষ (৭)। স্কুলে বেরোনোর সময় বাড়ির সামনে রাস্তায় দাড়িয়েছিল সে। সেই সময় আচমকাই দ্রুতগতিতে ছুটে এসে ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট শিশুর। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি বলে স্থানীয়রা বিক্ষোভ দেখান।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়রা এলাকায় যানবাহনের দ্রুত গতির অভিযোগ করলে পুলিশ জানায়, এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন- সম্পর্কের টানাপোড়েন! ডানকুনির যুবক খুনে ভাড়াটে খুনি, সন্দেহ পুলিশের
–
—
–
—
–
—
–
—
–