Sunday, August 24, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ে ভারতের সঙ্গে এই দেশকেও এগিয়ে রাখলেন অশ্বিন

Date:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে ভারতকে ট্রফি জয়ের অন্যতম সেরা দাবিদার মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তবে অশ্বিনের শুধু ভারত নয়, এই ট্রফি জয়ের দৌঁড়ে আছে নিউজিল্যান্ড ও।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “ ভারত বাড়তি সুবিধা পাবে। কারণ ওরা সব ম্যাচ দুবাইয়ে খেলবে। বাকিদের মতো বিভিন্ন মাঠে ওদের খেলতে হবে না। একটাই মাঠে খেলায় চেনা পরিবেশে খেলতে পারবে ওরা। ভারতের বিরুদ্ধে বাকিদের সমস্যা হবে ।“ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ নিউজিল্যান্ডের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে ওদের হারিয়েছে নিউজিল্যান্ড। ওদের স্পিনারেরা ভাল বল করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে খেলার সুবিধা ওরা পাবে। আমার তো মনে হয় ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দ্বিতীয় বড় দাবিদার নিউজিল্যান্ড।“

তবে এক্ষেত্রে অশ্বিন পিছিয়ে রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে। যদিও তার যুক্তি দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, “ অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা পাঁচ জন ক্রিকেটারকে পাবে না। ফলে দলে অনেক পরিবর্তন হবে। বোঝাপড়াতে সমস্যা হতে পারে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ওদের কম। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে খেলছে ঠিকই। কিন্তু ওরা যদি পাকিস্তানের মাটিতে খেলত তাহলে ভাল করত। চ্যাম্পিয়ন্স ট্রফি তো পাকিস্তানে হবে। সেটা ইংল্যান্ডকে বুঝতে হত।“

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ, প্রথমে ব্যাট করে ৩০৪ রান ইংরেজদের, তিন উইকেট জাড্ডুর

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version