Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দুই তরুণের হাতে কন্টাই কো-অপারেটিভের দায়িত্বভার

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের দায়িত্বভার পেতে চলেছেন দুই তরুণ। একজন এগরা বিধানসভার বিধায়ক তরুণ মাইতি এবং অপরজন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুন জানা। কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন তরুণ মাইতি। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তরুণ জানা।

রবিবার কাঁথির সেচ বাংলোতে রাজ্য নেতা আশীষ চক্রবর্তীর উপস্থিতিতে এক বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন এই কো-অপারেটিভের নির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূল বিধায়ক অখিল গিরি। তার উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৩ তারিখ অফিস বেয়ারা নির্বাচনে কন্টাই কো-অপারেটিভে চেয়ারম্যান হবেন তরুণ মাইতি এবং ভাইস চেয়ারম্যান হবেন তরুণ জানা।

উল্লেখ্য, কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সমবায়ের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। দলবদলের পর গত ডিসেম্বর মাসে ব্যাংকের নির্বাচনে তৃণমূল বোর্ড গঠনের ক্ষমতা দখল করে। ১০৮টি আসনের মধ্যে ১০১ টি আসন দখল করে তৃণমূল। স্বাভাবিকভাবে ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইয়ের চেয়ারম্যানকে হবেন তা নিয়ে চলছিল চর্চা। বেশ কয়েকবার বৈঠক করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তবে রবিবার রাজ্য নেতা আশীষ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁথিতে এসে দুই তরুণের নাম ঘোষণা করেন। আশীষ চক্রবর্তী জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর নির্দেশে আমরা চেয়ারম্যান হিসেবে তরুণ মাইতি ও ভাইস চেয়ারম্যান হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করলাম। সকলেই তাতে সহমত পোষণ করেছেন।”

রবিবারের বৈঠকে ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন ডিরেক্টর সরাসরি উপস্থিত ছিলেন। বাকি চারজন অর্থাৎ আলী মির, কাউসার আলী, তরুণ জানা ও শিউলি দাস ভার্চুয়াল ভাবে অংশ নেন বৈঠকে। উল্লেখযোগ্যভাবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তবে আগামী দিনে এই কো-অপারেটিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে সকলে মিলে কাজ করার বার্তা দিয়েছেন তরুণ মাইতি ও তরুণ জানা। তারা জানিয়েছেন, “আমরা প্রথমেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ধন্যবাদ ও প্রণাম জানাই। আগামী দিনে এই সমবায়কে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন-রাত পোহালেই মাধ্যমিক! স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version