Wednesday, August 27, 2025

Safe Drive, Save Life-এর বার্তা দিতে রবিবাসরীয় সকালে দৌড়ল মহানগর। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজন করা হয় হাফ ম্যারাথনের (Half Marathon)। ৩টি বিভাগ ছিল হাফ-ম্যারাথনের- ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভর্মা (Manoj Kumar Verma)। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পুলিশের DG রাজীব কুমার (Rajiv Kumar), রাজ্য পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। হাফ ম্যারাথনে অংশ নেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পুত্র সহজ-সহ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে সেফ ড্রাইভ, সেভ লাইফ (Safe Drive, Save Life) কর্মসূচির সূচনা করেন। সেই বার্তা ছড়িয়ে দিতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। রবিবারের আলস্য কাটিয়ে রাস্তায় নামলেন কলকাতাবাসী। ভোর বেলা রেড রোডের মঞ্চ থেকে পতাকা নেড়ে ‘৫ম সেফ ড্রাইভ, সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৫-এর’ ২১ কিলোমিটার বিভাগের সূচনা করেন DG রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। সেই বিভাগে অংশগ্রহণ করেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার। রেড রোড থেকে শুরু হয়ে এজেসি বোস উড়ালপুল, মা উড়ালপুল ধরে বাইপাস ধাবার কাছ থেকে ঘুরে ফের রেড রোডে এসে শেষ হয়।
আরও খবর: স্কুলছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট! নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে

এর পরে ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সব বিভাগেই অংশগ্রহণকারীদের মেডেল দেওয়া হয়। প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে জমে ওঠে কলকাতা পুলিশের হাফ ম্যারথন। শহরের নিরাপত্তার জন্য, পথ দুর্ঘটনা বন্ধের জন্য, ট্রাফিক আইন মেনে চলার জন্য রবিবার সকালে রেড রোড ধরে ছুটল কলকাতা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version